AFC Cup 2022 : এএফসি কাপের মূলপর্বের ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক এটিকে মোহনবাগান

author img

By

Published : May 14, 2022, 12:14 PM IST

AFC Cup 2022 Preparation of ATK Mohun Bagan

এএফসি কাপের মূলপর্বে খেলতে নামছে এটিকে মোহনবাগান (AFC Cup 2022 Preparation of ATK Mohun Bagan) ৷ যেখানে ঘরের মাঠে গুরত্বপূর্ণ তিনটি ম্যাচ খেলবে জুয়ান ফেরান্দোর দল ৷ গোকুলাম কেরালা, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে এই ম্যাচগুলিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে প্রস্তুত বলে জানালেন হুগো বুমোস, জনি কাউকো এবং প্রীতম কোটালরা ৷

কলকাতা, 14 মে : এএফসি কাপের মূলপর্বের গুরুত্বপূর্ণ তিন ম্যাচ কলকাতায় (AFC Cup 2022 Preparation of ATK Mohun Bagan) ৷ এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ গোকুলাম কেরালা, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের মাজিয়া স্পোর্টস ৷ ইতিমধ্যে চলতি এএফসি কাপে সবুজ মেরুন ব্রিগেড দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে ৷ ফলে জুয়ান ফেরান্দোর দলকে ঘিরে প্রত্যাশা ক্রমশ বাড়ছে ৷ বিষয়টি সম্পর্কে অবহিত সবুজ মেরুন ফুটবলাররা ৷ তাই আগামী তিন ম্যাচের প্রতিপক্ষ নিয়ে সমীহের সুর হুগো বুমোস, জনি কাউকো, প্রীতম কোটালদের মুখে ৷

ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস বলছেন, “ধারে ভারে এবং পারফরম্যান্সে আমরা এগিয়ে ৷ এই গ্রুপ থেকে সেরা হওয়ার সম্ভাবনা আমাদের বেশি ৷ প্রস্তুতি ভাল হয়েছে ৷ তাই প্রাকপর্বের ভাল পারফরম্যান্সের পরে এই তিন ম্যাচে সাফল্য না থাকলে কোনও কিছুর দাম থাকবে না ৷’’ ইতিমধ্যে প্রতিপক্ষের খেলার ভিডিয়ো দেখেছেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা ৷ তার ভিত্তিতেই বসুন্ধরা কিংসের খেলায় ভারসাম্য রয়েছে বলে মনে করেন সবুজ মেরুনের ফরাসি মিডফিল্ডার ৷ গোকুলাম কেরালার পারফরম্যান্স চিন্তায় রাখছে তাঁকে ৷ কারণ কেরালার দলটি ফর্মে রয়েছে ৷

ইউরো খেলা জনি কাউকো অবশ্য প্রতিপক্ষের খেলার ভিডিয়ো দেখে তৈরি হতে নারাজ ৷ ইউরো কাপ খেলার সময়ও প্রতিপক্ষের খেলায় চোখ রাখেননি তিনি ৷ কারণ এর ফলে বাড়তি চাপ বাড়ে ৷ ম্যাচে মনোসংযোগ করা কঠিন হয় ৷ তাঁর মতে, প্রতিপক্ষ সম্পর্কে কোচ ব্যাখ্যা করবেন ৷ আর তা যথেষ্ট বলে মনে করেন জনি কাউকো ৷ দলের প্রস্তুতি এবং পারফরম্যান্সে খুশি তিনি ৷ ভারতীয় দলের বিরুদ্ধে জয় পাওয়া আত্মবিশ্বাস বাড়িয়েছে এটিকে মোহনবাগানের ৷ তাছাড়া গত একবছর ধরে এই দেশে খেলায় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছেন জনি ৷ এটিকে মোহনবাগানের হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন ৷ কোচের পরিকল্পনা রূপায়ণ করাই তাঁর দায়িত্ব ৷ তাই কোনও অভিযোগ নেই ৷ বরং দলের রক্ষণভাগকে নির্ভরতা দিয়ে গোল করছেন ৷ তা তৃপ্তি দিচ্ছে জনি কাউকোকে ৷

আরও পড়ুন : East Bengal Investor Issue : ইস্টবেঙ্গলে বিনিয়োগ নিয়ে 5 সংস্থার সঙ্গে চলছে আলোচনা : দেবব্রত সরকার

এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল কোচের ফুটবল বুদ্ধিতে আস্থা রাখছেন ৷ যে নতুন স্ট্র্যাটেজিতে খেলাচ্ছেন জুয়ান ফেরান্দো, তার সঙ্গে দল মানিয়ে নিয়েছে বলে মনে করেন প্রীতম ৷ প্রাকপর্বের দাপুটে পারফরম্যান্স সেই কারণেই সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি ৷ তবে, গোকুলামের সাম্প্রতিক পারফরম্যান্স যে চিন্তায় রাখবে তা মানছেন ৷ পাশাপাশি, গতবছর বসুন্ধরাকে না হারাতে পারার কথা মনে আছে প্রীতমের ৷ মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে এগিয়ে গিয়েও তিন গোল হজম করার ক্ষত এখনও দগদগে প্রীতমের মনে ৷ তাই সতর্ক হয়ে এএফসি কাপের তিনটি ম্যাচে নামতে চায় এটিকে মোহনবাগান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.