Anurag Thakur: কমনওয়েলথে দল না পাঠানোর সিদ্ধান্তে হকি ফেডারেশনের উপর ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী

author img

By

Published : Oct 10, 2021, 1:56 PM IST

Where India Will Play Just does not Lie With Hockey Federation says Anurag Thakur

ভারতীয় দল কোথায় খেলবে, সেই সিদ্ধান্ত একা হকি ইন্ডিয়ার হতে পারে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুগার ঠাকুর ৷ আগামী বছর বার্মিংহাম কমনওয়েল গেমসে ভারতের পুরুষ ও মহিলা দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন ৷ কারণ হিসেবে অগস্ট মাস থেকে শুরু হতে চলা এশিয়ান গেমসকে ঢাল করেছে ফেডারেশন ৷ হকি ইন্ডিয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ক্ষোভপ্রকাশ করেছেন অনুরাগ ঠাকুর ৷

নয়াদিল্লি, 10 অক্টোবর : বিশ্বের বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের আগে দেশের সকল স্পোর্টস ফেডারেশনগুলির উচিত কেন্দ্রের সঙ্গে আলোচনা করা ৷ হকি ইন্ডিয়ার 2022 কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্তে এমনটাই জানালেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ রীতিমত ক্ষোভের সঙ্গেই তিনি তাঁর এই প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ প্রসঙ্গত, এশিয়ান গেমসে তরতাজা হয়ে নামার জন্য 2022 সালে বার্মিংহামে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতীয় দলকে না নামানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হকি ফেডারেশন ৷

হকি ফেডারেশনের এই সিদ্ধান্তের কথা জানতে পেরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রীতিমত ক্ষুব্ধ ৷ অনুরাগ ঠাকুর তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘‘আমি মনে করি যে কোনও ক্রীড়া সংস্থার এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত ৷ প্রথমে তাদের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত ৷ ফেডারেশনের দল সেখানে যাচ্ছে না ৷ এটা দেশের দল, যাঁরা ওই টুর্নামেন্টে যাচ্ছে ৷ 130 কোটির দেশে মাত্র 18 জন খেলোয়াড়ই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন না ৷ আমি মনে করি হকি ইন্ডিয়ার সরকারের সঙ্গে এবং ক্রীড়া বিভাগের সঙ্গে আলোচনা করা উচিত ৷’’

আরও পড়ুন : India vs Nepal SAFF Championship : জয় ছাড়া পথ নেই ভারতের, আজ সুনীলদের সামনে নেপাল

ভারতীয় হকি দলকে কমনওয়েলথ গেমসে না পাঠানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ অনুরাগ ঠাকুর বলেন, ভারতে প্রতিভার অভাব নেই ৷ আর কেবল সেখানে মাত্র 18 জন খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করেন না ৷ অনুরাগ ঠাকুর জানান, ‘‘আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, এত বড় একটা দেশে মাত্র 18 জন খেলোয়াড় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন না ৷ আমাদের দেশে হকিতে প্রতিভার অভাব নেই ৷ যদি, আপনি ক্রিকেটে দেখেন, এখন আইপিএল চলছে এবং এর পরেই বিশ্বকাপ ৷ যদি, তাঁরা খেলতে পারে তাহলে বাকি স্পোর্টসের ক্ষেত্রে একই জিনিস কেন হবে না ? আমি মানছি এশিয়ান গেমসের গুরুত্ব সবচেয়ে বেশি ৷ আমি সেই আলোচনায় যাচ্ছি না ৷ আমি বলতে চাই, ভারত কোথায় খেলবে তা শুধুমাত্র ফেডারেশনের একার সিদ্ধান্ত হতে পারে না ৷ এটা সরকারের সিদ্ধান্ত ৷’’

আরও পড়ুন : Umran Malik : গতিতে আশ্বস্ত করে বিশ্বকাপে নেট বোলার হিসেবে ডাক পেলেন উমরান

অন্যদিকে, জাতীয় ক্রীড়া সম্মান নিয়ে এ দিন ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ‘‘নির্বাচন কমিটির সদস্যরা আগামী 10 দিনের মধ্যে বৈঠক করবে ৷ সেখানেই তাঁরা ঠিক করবেন, কারা এ বছর সম্মান পাবেন ৷ তার পরেই রাষ্ট্রপতির কাছ থেকে সময় চেয়ে ক্রীড়া সম্মান অনুষ্ঠান আয়োজিত করা হবে ৷ প্রসঙ্গত, এর আগে ভারতীয় মহিলা হকি দল 2022 কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নেয় ৷ যা আগামী বছর 28 জুলাই থেকে 8 অগস্টের মধ্যে আয়োজিত হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.