Indian Womens Hockey Team : করোনাক্রান্ত দলের সদস্য, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাতিল ভারত-চিন ম্যাচ

author img

By

Published : Dec 9, 2021, 4:12 PM IST

Hockey

চিনের বিরুদ্ধে ভারতের ম্যাচটি 9 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । দলের এক সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরেই বাতিল হয়ে গেল সেই ম্যাচ ৷

ডোনহাই, 9 ডিসেম্বর : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2021-এ চিনের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের ম্যাচ স্থগিত ৷ আজ ডোনহাইতে ম্যাচটি হওয়ার কথা ছিল । হকি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দলের একজন সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (India team member tests COVID positive) ৷

ভারতের হকির সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফ থেকে টুইট করে জানানো হয়, ‘‘খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ 9 ডিসেম্বর চিনের বিরুদ্ধে ভারতীয় মহিলা হকি দলের ম্যাচ অনুষ্ঠিত হবে না । #IndiaKaGame’’

আরও পড়ুন : Beijing Winter Olympics 2022 : চিনে গণহত্যার প্রতিবাদ, শীতের বেজিং অলিম্পিকসে কূটনৈতিকদের না-পাঠানোর সিদ্ধান্ত আমেরিকার

টোকিও অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারতীয় মহিলা হকি দল ৷ অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হওয়ার পর মহিলা দল প্রথম টুর্নামেন্ট খেলছে কোরিয়ায় ৷ প্রথম ম্যাচেই থাইল্যান্ডের বিরুদ্ধে 13-0 জয় পেয়েছে রানি রামপাল, গুরজিত কৌররা ৷ তারপরেই করোনাক্রান্ত হন দলের এক সদস্য ৷ যার ফলে গতকালও বাতিল হয়ে যায় ভারত-কোরিয়া ম্যাচও ৷ প্রসঙ্গত, 2016 সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় মহিলা হকি দল ৷

আরও পড়ুন : World Athletics Awards Anju Bobby George : বিশ্ব অ্যাথলেটিকসের বিচারে বর্ষসেরা মহিলা অলিম্পিয়ান অঞ্জু ববি জর্জ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.