ATK Mohun Bagan : হাবাসের তত্ত্বে এটিকে মোহনবাগানে ফের একাধিক অধিনায়ক

author img

By

Published : Nov 17, 2021, 10:25 PM IST

ATK Mohun Bagan

এটিকে মোহনবাগানের বাঙালি-ব্রিগেডের দুই সদস্য নেতৃত্বের দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত। কোচ আমার উপর ভরসা রেখেছেন, যা আমার কাছে উপহারের সমান। সবুজ-মেরুনকে নেতৃত্ব-প্রদান সম্মানের একইসঙ্গে বিরাট চ্য়ালেঞ্জের। জানালেন প্রীতম ৷

পানাজি, 17 নভেম্বর : রয় কৃষ্ণার পর প্রীতম কোটাল এবং শুভাশিস বসুর হাতে চলতি মরসুমে নেতৃত্বের ব্যাটন সঁপে দিল এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচে মাঠে নামার 48 ঘণ্টা আগে কোচ আন্তোনিও লোপেজ হাবাস আসন্ন আইএসএলের জন্য তাঁর অধিনায়কদের বেছে নিলেন। গতবছর রয় কৃষ্ণা এবং প্রীতম কোটাল সবুজ মেরুনকে নেতৃত্ব দিলেও শুভাশিস এই প্রথমবার নেতৃত্ব দেবেন দলকে।

এটিকে মোহনবাগানের বাঙালি-ব্রিগেডের দুই সদস্য নেতৃত্বের দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত। প্রীতম কোটাল বলেছেন, "কোচ আমার উপর ভরসা রেখেছেন, যা আমার কাছে উপহারের সমান। সবুজ-মেরুনকে নেতৃত্ব-প্রদান সম্মানের একইসঙ্গে বিরাট চ্য়ালেঞ্জের। যদিও এ মরশুমে আমাদের দলের ফুটবল দর্শন আলাদা। নেতৃত্বের ব্যাটন আমার কাছে থাকলেও দলের প্রত্যেকের হাতেই অদৃশ্য আর্মব্যান্ড রয়েছে। প্রত্যেকেই সমান দায়িত্ব নিয়ে সেরাটা উজাড় করে দেবে।"

আরও পড়ুন : ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফাইনালে এগিয়ে থেকেই শুরু করছে মহামেডান

শুভাশিস বসু গত মরসুমে ছিলেন সবুজ মেরুন একাদশের অটোমেটিক চয়েস। এবার আইএসএলে নেতৃত্বের দায়িত্ব পেয়ে গর্বিত। বলছেন, "সবুজ মেরুনকে নেতৃত্ব দেওয়ার সুযোগ বিশেষ আবেগ বহন করে। কোচ আমাকে এই দায়িত্বের জন্য বেছে নেওয়ায় আমি সম্মানিত। স্বাভাবিকভাবেই দায়িত্ব বৃদ্ধি পেল।" ইতিমধ্যে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি শেষ পর্যায়ে। ধাপে-ধাপে এগোনর কথা বলেছেন কোচ হাবাস। সেইসঙ্গে প্রতিযোগিতার প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাইছে গতবারের রানার্সরা ৷ তারপরেই ডার্বির ভাবনা শুরু করতে চায় এটিকে মোহনবাগান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.