Kohli's Lean Patch Continues : কেবল ফর্ম নয় আত্মবিশ্বাসটুকুও গিয়েছে, 'বিরাট' বিপর্যয়ে হাহাকার টুইটারে

author img

By

Published : May 8, 2022, 7:39 PM IST

Updated : May 8, 2022, 10:50 PM IST

Kohli's Lean Patch Continues

একবার নয়, দু'বার নয়, অবিশ্বাস্যভাবে একটি আইপিএল মরসুমে তিন-তিনবার 'গোল্ডেন ডাক' হলেন বিরাট (Virat Kohli out for golden duck for third time in IPL 2022) ৷ রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে ওপেনে নেমে জগদীশন সুচিতের প্রথম বলে শর্ট মিড উইকেটে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি ৷

মুম্বই, 8 মে : নিজে মুখে স্বীকার না-করলেও বিরাট কোহলি যে কেরিয়ারের এক দুঃস্বপ্নের অধ্যায় পেরোচ্ছেন, তা নিয়ে কোনও সংশয় নেই ৷ একবার নয়, দু'বার নয়, অবিশ্বাস্যভাবে একটি আইপিএল মরসুমে তিন-তিনবার 'গোল্ডেন ডাক' হলেন বিরাট (Virat Kohli out for golden duck for third time in IPL 2022) ৷ বিষয়টি যে মোটেই সহজপাচ্য নয় বিরাট অনুরাগীদের জন্য, তা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই ৷ কিন্তু প্রশ্ন প্রাক্তন অধিনায়কের এহেন বিভীষিকাময় পারফরম্যান্সের শেষ ঠিক কোথায় ? উত্তরটা স্বাভাবিকভাবেই অজানা ৷ আর সানরাইজার্সের বিরুদ্ধে বিরাট পুনরায় প্রথম বলে ফিরতেই হাহাকার টুইটারে ৷

রবিবাসরীয় ডাবল-হেডারের প্রথম ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ সেই ম্যাচে অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসির সঙ্গে ওপেনে নেমে প্রথম বলেই ফিরলেন বিরাট ৷ আনকোরা জগদীশন সুচিতের বলে শর্ট মিড উইকেটে এদিন কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন 70টি আন্তর্জাতিক শতরানের মালিক ৷ অথচ তাঁর দলের বাকি ব্যাটারদের রান অনেকটা এইরকম ৷ ডু'প্লেসি 50 বলে 73, রজত পতিদার 38 বলে 48, গ্লেন ম্যাক্সওয়েল 24 বলে 33 এবং কেকেআর ফেরৎ দীনেশ কার্তিকের ব্যাট থেকে এল 8 বলে 30 ৷

অর্থাৎ, রান পেলেন সবাই ৷ দল রানের পাহাড়ে চড়ল ৷ একা আঁধারে বিরাট ৷ আর বিরাটের ব্যাটে দৈন্যদশা দেখে আর্তনাদ সোশ্যাল মিডিয়ায় ৷ কেউ লিখলেন বিপর্যয় তো কেউ আবার প্রশ্ন তুললেন বিরাটের আউটের ধরন নিয়ে ৷ এক টুইটার ব্যবহারকারী লেখেন, "ফর্মের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসটুকুও খুইয়েছেন বিরাট ৷ 2016 ফিরুক দয়া করে ৷" আরেক টুইটার ইউজার লেখেন, "অবিশ্বাস্য লাগছে ওঁর আউটের ধরনগুলো দেখে ৷ মনে হয় বিরাটের মানসিক ক্লান্তি নিয়ে যা বলা হচ্ছে তা সঠিক ৷ ওঁর বিরতি প্রয়োজন ৷ অনুরাগী হিসেবে এসব আর সহ্য হচ্ছে না ৷"

আরও পড়ুন : বৃথা গেল রাসেল ঝড়, বড় ব্যবধানে হেরে কার্যত প্লে-অফের বাইরে কলকাতা

উল্লেখ্য, 2022 মরসুমের আগে চোদ্দটি আইপিএলে বিরাট তিনবার গোল্ডেন ডাক হয়েছিলেন ৷ আর 2022-এ এসে এক মরসুমেই তিনবার প্রথম বলের শিকার আইপিএলের সর্বাধিক রানস্কোরার ৷ চলতি মরসুমে এ যাবৎ 12 ম্যাচে একটি অর্ধশতরান সহযোগে 216 রান এসেছে বিরাটের ব্যাটে ৷ 2010 এবং তার পরবর্তী সময়ে সবক'টি মরসুমেই তিনশোর উপর রান এসেছে প্রাক্তন আরসিবি অধিনাটকের ব্যাটে ৷ এবার তাও হওয়ার আশা দেখছেন না তাঁর অনুরাগীরা ৷ বিরাট ব্যর্থ হলেও এদিন অন্যান্য ব্যাটারদের সৌজন্যে প্রথমে ব্যাট করে 3 উইকেটে 192 রান তোলে আরসিবি ৷

Last Updated :May 8, 2022, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.