India vs England: উমেশের মাইলস্টোন, 62 রানে 5 উইকেট হারাল ইংল্য়ান্ড

author img

By

Published : Sep 3, 2021, 5:38 PM IST

Umesh Yadav

টেস্ট ক্রিকেট 150 উইকেট উমেশ যাদবের ৷ মাত্র 48টি টেস্ট খেলে এই মাইলস্টোন পৌঁছলেন বিদর্ভের ডানহাতি পেসার ৷ ভারতীয় পেসার হিসেবে সবচেয়ে কম 39টি টেস্ট খেলে দেড়শো উইকেট নিয়েছিলেন কিংবদন্তি কপিল দেব ৷

লন্ডন, 3 সেপ্টেম্বর: দ্য় ওভালে পাল্টা দিলেন ভারতীয় বোলাররা ৷ শুক্রবার দিনের শুরুতেই জোড়া উইকেট তুলে নিলেন উমেশ যাদব ৷ সেই সঙ্গে মাত্র 62 রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্য়ান্ড ৷ তবে এদিন প্রথম উইকেটটি নিয়েই মাইলস্টোনে পৌঁছে যান উমেশ ৷ ষষ্ঠ ভারতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে 150 উইকেট নিলেন বিদর্ভের এই ডানহাতি পেসার ৷

উমেশের আগে পাঁচ ভারতীয় পেসার টেস্ট ক্রিকেটে দেড়শো উইকেটের গণ্ডি টপকেছেন৷ এঁরা হলেন কপিল দেব, জাহির খান, ইশান্ত শর্মা, জাভাগল শ্রীনাথ ও মহম্মদ শামি ৷ তবে দ্রুততম দেড়শো উইকেট নেওয়ার ক্ষেত্রে চার নম্বরে রয়েছেন উমেশ ৷ কপিল, শ্রীনাথ ও শামির পর রয়েছেন তিনি ৷ মাত্র 39টি টেস্টে দেড়শো উইকেট নিয়েছিলেন কপিল ৷ শ্রীনাথ এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন কিংবদন্তি কপিলের থেকে মাত্র একটি টেস্ট বেশি খেলে ৷ আর শামি নিয়েছিলেন 42টি টেস্ট ৷ এদিন উমেশ তাঁর 48তম টেস্টে দেড়শো উইকেটের মাইলস্টোনে পৌঁছন ৷

লিডসে তৃতীয় টেস্ট জিতে পাঁচ ম্য়াচের সিরিজে সমতায় ফিরেছে ইংল্য়ান্ড ৷ শুক্রবার থেকে কেনিংটন ওভালে শুরুটাও দারুণ করেছিল রুটবাহিনী ৷ পেস সহায়ক বাইশ গজে ভারতীয় ব্য়াটসম্য়ানদের দুশোর আগেই শেষ করে দেন ইংরেজ বোলাররা ৷ শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরের লড়াকু হাফ-সেঞ্চুরিতে 191 রান তোলে ভারত ৷

দ্য় ওভালের বাইশ গজে ইংরেজ ব্য়াটসম্য়ানদের পাল্টা দেন ভারতীয় বেলাররাও ৷ মাত্র 62 রানে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্য়াচে ফেরে বিরাট-বাহিনী ৷ 33 রানে 3 উইকেট নিয়ে শুক্রবার খেলা শুরু করে ইংল্য়ান্ড ৷ কিন্তু দিনের শুরুতেই 2টি উইকেট তুলে নিয়ে রুটদের ব্য়াকফুটে ঠেলে দেন উমেশ ৷ এদিন নিজের প্রথম ওভারেই ক্রেগ ওভারটনকে ফিরিয়ে দিয়ে টেস্টে 150 উইকেটের মাইলস্টোনে পৌঁছন তিনি ৷ নাইটওয়াচম্য়ান হিসেবে ব্য়াট করতে নামা ওভারটন মাত্র এক রান করে প্য়াভিলিয়নে ফেরেন ৷ উমেশের এদিনের দ্বিতীয় শিকার ডেভিড মালান ৷ ক্রিজে জমে যাওয়া মালান ব্য়ক্তিগত 31 রান করে আউট হন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.