ICC Award 2022: আইসিসি’র বর্ষসেরা টি-20 ক্রিকেটার হলেন সূর্যকুমার

ICC Award 2022: আইসিসি’র বর্ষসেরা টি-20 ক্রিকেটার হলেন সূর্যকুমার
আইসিসি-র সেরা (ICC Award 2022) টি-20 ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৷ স্যাম কারেন, মহম্মদ রিজওয়ানদের হারিয়ে বর্ষসেরার খেতাব জিতলেন তিনি ৷
দুবাই, 25 জানুয়ারি: আইসিসি বর্ষসেরা টি-20 ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav is ICC Men T-20 cricketer of The Year) ৷ 2022 সালে টি-20 আন্তর্জাতিকে একটি সেঞ্চুরি-সহ 1164 রান করেছেন স্কাই ৷ তাঁর ব্যাটে ভর করে ভারত একাধিক ম্যাচে জয় পেয়েছে ৷ এমনকি টি-20 বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ভারতের 1 নম্বর দল হওয়ার পিছনেও বড় ভূমিকা রয়েছে তাঁর ৷ 2022 সালে তাঁর টি-20’তে এই অসাধারণ পারফরমেন্সের জন্যই তাঁকে বর্ষসেরা টি-20 ক্রিকেটার বেছে নিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷
-
Presenting the ICC Men's T20I Cricketer of the Year 2022 👀#ICCAwards
— ICC (@ICC) January 25, 2023
এই প্রতিযোগিতায় ইংল্যান্ডের বাঁ-হাতি অলরাউন্ডার স্যাম কারেন, পাকিস্তানের উইকেট-কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং জিম্বাবোয়ের ব্যাটিং অলরাউন্ডার সিকন্দর রাজা ছিলেন ৷ তাঁদের পিছনে ফেলে ক্রিকেটের শর্টার ফরম্যাটে সেরার খেতাব জিতলেন সূর্যকুমার যাদব ৷ 32 বছরের সূর্য 2022 ক্রিকেট ক্যালেন্ডারে 1 হাজারের উপর রান করেছেন ৷ যা আন্তর্জাতিক টি-20’তে দ্বিতীয় কোনও ব্যাটার করে দেখালেন ৷
-
Impressing everybody with her magnificent displays of seam and swing bowling, the ICC Emerging Women's Cricketer of the Year had a great 2022 👌#ICCAwards2022
— ICC (@ICC) January 25, 2023
সূর্যকুমার যাদবের 2022 সালের টি-20 আন্তর্জাতিকে পরিসংখ্যানও যথেষ্ঠ ঈর্ষণীয় ছিল ৷ মোট 68টা ছয় মেরেছেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার ৷ টি-20 আন্তর্জাতিকের ইতিহাসে যা সবচেয়ে বেশি ৷ এতগুলি ছয় এক বছরে টি-20 আন্তর্জাতিকে কেউ মারতে পারেননি ৷ তাঁর স্ট্রাইক-রেট ছিল 187.43 ৷ একটি সেঞ্চুরি, 3টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ স্কাইয়ের 2022 সালে টি-20 আন্তর্জাতিকে গড় ছিল 60-এর কাছাকাছি ৷
আরও পড়ুন: মহিলা প্রিমিয়র লিগে নেই কলকাতা, আদানিদের দখলে আমেদাবাদ
অন্যদিকে, রেণুকা সিং মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি ইমার্জিন ক্রিকেটার 2022 খেতাব জিতেছেন ৷ 50 ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত উঠেছিল ৷ সেখানে রেণুকা সিংয়ে পারফরমেন্স বড় ভূমিকা নিয়েছিল ৷ তাছাড়াও, নতুন বলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বড় ভরসা তিনি ৷ টি-20 আন্তর্জাতিকেও রেণুকার পারফরমেন্স যথেষ্ঠ ভালো ছিল 2022 ক্যালেন্ডারে ৷ তবে, আইসিসি-র সেরা টি-20 মহিলা ক্রিকেটারের খেতাব হাতছাড়া হয়েছে স্মৃতি মন্ধনার ৷ গতবারের সেরা এই ব্যাটার অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রার কাছে এই খেতাব খোয়ালেন ৷
