Rahul-Shubman Chat: সিরিজ জিতে একান্ত আলাপচারিতায় শিষ্য শুভমন এবং গুরু রাহুল

author img

By

Published : Jan 25, 2023, 11:24 AM IST

Rahul-Shubman Chat ETV BHARAT

কিউয়িদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ (India vs New Zealand) করতে ব্যাট হাতে বড় ভূমিকা নিয়েছেন শুভমন গিল ৷ শিষ্যের এই সাফল্য নিয়ে বিসিসিআই টিভিতে তাঁর সাক্ষাৎকার নিলেন গুরু রাহুল দ্রাবিড় (Rahul-Shubman Chat) ৷

ইন্দোর, 25 জানুয়ারি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে 3-0 ফলে সিরিজ জিতে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হয়েছে ভারত ৷ আর এই একনম্বরে ওঠার সফরে শুভমন গিলের মতো তরুণ ক্রিকেটারকে পেয়েছে ভারত ৷ এই সিরিজে একটি ডবল সেঞ্চুরি-সহ 2টি সেঞ্চুরি ইনিংস খেলেছেন তিনি ৷ সিরিজ জয়ের পর বিসিসিআই টিভি-তে ভারতের তরুণ ওপেনারের সাক্ষাৎকার নিলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid-Shubman Gill Chat on BCCI TV) ৷ শুভমনকেও দেখা গেল গুরু রাহুলকে প্রশ্ন করতে ৷

এদিনের সাক্ষাৎকারের শুরুতেই রাহুল দ্রাবিড়ের মুখে শোনা যায় শুভমন গিলের বাবার প্রসঙ্গ ৷ তিনি জানান, শুভমনের থেকে শুনেছেন তাঁর বাবা ছেলের 50-60 রানের ইনিংসে খুশি ছিলেন না ৷ তাই ছেলের থেকে সেঞ্চুরি বা আরও বড় ইনিংসের প্রত্যাশা রাখতেন ৷ আর শেষ 6টি একদিনের আন্তর্জাতিকে শুভমন 3টি সেঞ্চুরি করেছেন ৷ শুভমনকে কোচ রাহুলের প্রশ্ন ছিল, এবার নিশ্চয় তাঁর বাবা খুশি হবেন ? জবাবে শুভমন বলেন, "সেঞ্চুরি করার জন্য খুশি তো হবেনই ৷ কিন্তু, সেঞ্চুরির পর আমার আরও বড় ইনিংস তাঁর খেলা উচিত ছিল ৷ বাবা আমাকে এটাই বলবেন ৷"

শুভমন গিলকে রাহুল দ্রাবিড় তাঁর শুরুর দিন থেকে দেখে আসছেন ৷ দ্রাবিড় ইন্ডিয়া এ এবং অনুর্ধ্ব-19 দলের কোচ থাকার সময় থেকেই দু'জনের পরিচয় ৷ এদিন কোচ রাহুলকে শুভমনে প্রশ্ন ছিল, এই দীর্ঘ সময়ে তাঁর খেলায় রাহুল দ্রাবিড় কী পরিবর্তন দেখেছেন ? রাহুলের জবাব, "তুমি শুরু থেকেই প্রতিভাবান ছিলে ৷ রানের খিদে ছিল তোমার ৷ কিন্তু, নতুন সংযোজন হয়েছে ধৈর্য এবং পরিপক্ক মানসিকতা ৷ মাঠে নেমে পরিস্থিতি বুঝে খেলা ৷ তোমার বর্তমান পারফর্মেন্সের অন্যতম কারণ এগুলো ৷ আমি আশা করব তুমি এভাবেই এগিয়ে যাবে ৷"

ওয়ান ডে ক্রিকেটে ভারতের জার্সিতে শুভমন বিগত দুই দশকের অন্যতম সেরা দুই ব্যাটারের সঙ্গে খেলছেন ৷ একজন অধিনায়ক রোহিত এবং অন্যজন বিরাট কোহলি ৷ এই দুই মহান ক্রিকেটারের সঙ্গে ক্রিজে সময় কাটানোর অভিজ্ঞতা কেমন ? শুভমনকে এই প্রশ্ন করেন ভারতের হেড কোচ ৷ শুভমন বলেন, " খেলা কীভাবে ধরতে হয় সেটা দু’জনের থেকে শিখছি ৷ কোনও বোলার আমার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারেন, সেটাও বোঝার এই দু’জনের থেকে ৷’’

আরও পড়ুন: ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়ার

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হোম টিমের ড্রেসিংরুম রাহুল দ্রাবিড়ের নামাঙ্কিত ৷ এদিন নিজের নামে নামাঙ্কিত ড্রেসিংরুমে ঢুকে কেমন লাগল রাহুল দ্রাবিড়ের ? কোচকে এই প্রশ্নটি এদিন করেই ফেলেন শুভমন ৷ রাহুলের জবাব, "এই অনুভূতি খুবই ভালো লাগার ৷ একজন ক্রিকেটার হিসেবে এত ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি ৷ তবে, নিজের নামের ড্রেসিংরুম কিছুটা অস্বস্তিরও বিষয় ৷ তবে, সবার ভালোবাসা দেখে ভালো লাগে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.