PBKS vs RCB in IPL 2022 : কোহলিদের প্লে-অফ যাত্রায় প্রশ্ন টেনে নিজেদের সম্ভাবনা জিইয়ে রাখল প্রীতির দল

author img

By

Published : May 14, 2022, 7:32 AM IST

PBKS vs RCB

রয়্যাল চ্যালেঞ্জার্সকে বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফ যাত্রায় ভেসে রইল পঞ্জাব কিংস ৷ শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রীতি জিন্টার দল জিতল 54 রানে (Punjab Kings demolish RCB by 54 runs) ৷

মুম্বই, 14 মে : জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোনের মারকাটারি ব্যাটিংয়ে উপযুক্ত সঙ্গত কাগিসো রাবাদা, অর্শদীপ সিংদের ৷ সবমিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফ যাত্রায় ভেসে রইল পঞ্জাব কিংস ৷ শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রীতি জিন্টার দল জিতল 54 রানে (Punjab Kings demolish RCB by 54 runs) ৷ অন্যদিকে টানা দু'ম্যাচ জিতে ফের হারের ফলে বিরাট কোহলিদের প্লে-অফ ভবিষ্যত প্রশ্নচিহ্নের মুখে ৷ কারণ, এদিন বড় ব্যবধানে জয়ে পঞ্জাবের ইতিবাচক রান-রেটে পৌঁছে যাওয়ার বিষয়টি লাস্ট ল্যাপে এসে নির্ণায়ক হয়ে উঠতে পারে ৷ তেমনই নেতিবাচক নেট রান-রেট দুশ্চিন্তার কারণ হতে পারে আরসিবি-র ৷

টস জিতে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এদিন পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ৷ কিন্তু তাঁর সেই সিদ্ধান্তকে খানিক ভুল প্রমাণ করে মারমুখী হয়ে ওঠেন পঞ্জাবের দুই ওপেনার ৷ শিখর ধাওয়ানের ইনিংস 21 রানের বেশি লম্বা না হলেও বিপক্ষ বোলারদের প্রতি নির্দয় ছিলেন বেয়ারস্টো ৷ মাত্র 21 বলে অর্ধশতরান পূর্ণ করেন ইংরেজ ব্যাটার ৷ 29 বলে 66 রানে আউট হলেও দলের বড় রানের ভিত গড়ে দেন তিনিই (Jonny Bairstow scored 66 runs from just 29 balls) ৷ এদিন বেয়ারস্টোর ইনিংসে ছিল 4টি চার, 7টি ছয় ৷

বেয়ারস্টোর গড়ে যাওয়া ভিতের উপর দাঁড়িয়ে পরবর্তীতে ইমারত গড়েন স্বদেশী লিভিংস্টোন ৷ লোয়ার মিডল-অর্ডারে সঙ্গ সেভাবে না-পেলেও ইংরেজ ব্যাটারের ঝড় থামানো যায়নি ৷ 5টি চার, 4টি ছয়ে 42 বলে 70 রান করে অন্তিম ওভারে আউট হন তিনি (Liam Livingstone hits 70 runs) ৷ যদিও দলের রান তখন দু'শো ছাড়িয়েছে ৷ শেষমেশ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 209 রান তোলে পঞ্জাব ৷ জবাবে কোহলি-ফ্যাফ জুটির শুরুটা ভাল হলেও ধীরে-ধীরে ম্যাচ থেকে হারিয়ে যায় ব্যাঙ্গালোর ৷ কোহলির ইনিংস থামে 20-তে ৷ চতুর্থ উইকেটে রজত পতিদার এবং গ্লেন ম্যাক্সওয়েলের 64 রানের জুটি আশার সঞ্চার করলেও তা জয়ের জন্য পর্যাপ্ত ছিল না ৷ 22 বলে সর্বাধিক 35 রান আসে ম্যাক্সওয়েলের ব্যাটে, পতিদার করেন 26 রান ৷

আরও পড়ুন : চোটের কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরছেন কামিন্স

নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে 20 ওভারে 9 উইকেটে 155 রানের বেশি তুলতে পারেনি আরসিবি ৷ 21 রানে তিন উইকেট রাবাদার ঝুলিতে ৷ দু'টি করে উইকেট নেন ঋষি ধাওয়ান এবং রাহুল চাহার ৷ এই জয়ের পর 12 ম্যাচ থেকে 12 পয়েন্ট সংগ্রহ করে ছ'য়ে পঞ্জাব ৷ অন্যদিকে চার নম্বরে থাকা ব্যাঙ্গালোরের ঝুলিতে 13 ম্যাচে 14 পয়েন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.