Jhulan Goswami: সব পেলেও অধরা বিশ্বকাপ, আফশোস যাচ্ছে না কিংবদন্তি'র

author img

By

Published : Sep 23, 2022, 10:55 PM IST

Etv Bharat

দু'টি বিশ্বকাপ ফাইনালে মাঠে নেমেছেন তিনি ৷ 2005 এবং 2017, দুই বিশ্বকাপেই রানার্স হয়েছে ভারতীয় মহিলারা ৷ নীল জার্সি গায়ে প্রায় সমস্ত মাইলস্টোন ছুঁয়েও ঝুলনের একটাই আফশোস, বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি (Not winning a WC title is the only regret of Jhulan Goswami) ৷

লন্ডন, 23 সেপ্টেম্বর: শনিবার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন ঝুলন গোস্বামী ৷ দু'দশকের মতো শেষ ম্যাচেও ক্রিকেট মক্কায় মাঠে উজাড় করে দিতে চাইবেন 'চাকদা এক্সপ্রেস' (Jhulan Goswami Farewell Match at Lords) ৷ মহিলা ক্রিকেটে আন্তর্জাতিক এবং ঘরোয়া সবক্ষেত্রে সর্বাধিক উইকেট শিকারির নাম ঝুলন গোস্বামী ৷ যেই রেকর্ড গড়ে বল তুলে রাখতে চলেছেন তিনি ৷

ঈর্ষণীয় কেরিয়ারে মোট 203টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন কিংবদন্তি ৷ ঝুলিতে রয়েছে 253টি উইকেট, নীল জার্সি গায়ে ছুঁয়েছেন প্রায় সমস্ত মাইলস্টোন ৷ কিন্তু একটাই আফশোস, বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি ৷ আর্ন্তজাতিক ক্রিকেটে 352টি উইকেটের মালিক গত বিশ্বকাপেও ভারতীয় দলের সদস্য ছিলেন ৷

দু'টি বিশ্বকাপ ফাইনালে মাঠে নেমেছেন তিনি ৷ 2005 এবং 2017, দুই বিশ্বকাপেই রানার্স হয়েছে ভারতীয় মহিলারা ৷ ঝুলনের আফশোস, "আমি দু'টি বিশ্বকাপ ফাইনাল খেলেছি ৷ যদি অন্তত একটি জিততাম, তাহলে আমার এবং দলের জন্য খুব ভালো হত । কিন্তু আমরা জিততে পারিনি, এটাই আমার একমাত্র আফশোস ৷"

আরও পড়ুন: 'সানা ক্রিকেটার হলে ঝুলনের মতো হওয়ার পরামর্শ দিতাম', চাকদা এক্সপ্রেসের প্রশংসায় মহারাজ

নদীয়ার চাকদা থেকে শুরু হওয়া ঝুলনের লড়াই আন্তর্জাতিকস্তরে ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছে ৷ তাঁর নিজের ঝুলিতেও এসেছে 352টি উইকেট ৷ মহিলা ক্রিকেটে বিশ্বের এক নম্বর ক্রিকেটারও হয়েছেন তিনি ৷ ডায়না এডুলজির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ৷ কালক্রমে হয়ে উঠেছেন চাকদা এক্সপ্রেস ৷ সেই চাকদা এক্সপ্রেসের সফর শেষ হতে চলেছে লর্ডসে ৷ তাঁর এই গৌরবময় সফরের শেষ যাতে বর্ণাঢ্য হয়, তার ব্যবস্থা করছে বিসিসিআই ৷ 38-এর ঝুলনকে বিদায়ী সংর্বধনা দিতে চায় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷

একনজরে ঝুলন গোস্বামীর ক্রিকেট কেরিয়ার :

  • টেস্ট অভিষেক - 14 জানুয়ারি, 2002৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 12টি টেস্ট খেলেছেন ৷ উইকেট পেয়েছেন 44টি ৷
  • ওয়ান ডে অভিষেক - 6 জানুয়ারি, 2002 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 201টি একদিনের ম্যাচ খেলেছেন ৷ 252টি উইকেট পেয়েছেন ৷
  • টি-20 অভিষেক - 5 অগস্ট, 2006 ৷ বিপক্ষ - ইংল্যান্ড ৷
  • 68টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ 56টি উইকেট পেয়েছেন ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.