Kuhnemann on Jadeja's Tips: জাদেজার মূল্যবান বোলিং টিপসে উচ্ছ্বসিত কুহনেম্যান

author img

By

Published : Mar 15, 2023, 7:08 PM IST

Kuhnemann on Jadeja's Tips ETV BHARAT

অজি বাঁ-হাতি অর্থডক্স স্পিনারকে দেওয়া কথা রেখেছেন রবীন্দ্র জাদেজা ৷ ম্যাথিউ কুহনেমনকে চতুর্থ টেস্টের শেষে 15 মিনিটের আলাপচারিতায় মূল্যবান বোলিং টিপস (Kuhnemann on Jadeja's Tips) দিয়েছেন তিনি ৷

কলকাতা, 15 মার্চ: বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেছিলেন ম্যাথু কুহনেম্যান ৷ ইন্দোরে কেরিয়ারের দ্বিতীয় টেস্টে ইনুংসে 5 উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি এই অর্থোডক্স স্পিনার ৷ সিরিজ শেষে তিনি আরেক বাঁ-হাতি অর্থোডক্স স্পিনারের থেকে পেলেন গুরুত্বপূর্ণ সাজেশন ৷ ভারতীয় স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চতুর্থ টেস্টের পর বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন ম্যাথু কুহনেম্যান ৷ জানালেন 15 মিনিটের আলাপচারিতায় জাদেজার থেকে অনেক গুরুত্বপূর্ণ টিপস পেয়েছেন তিনি ৷

ম্যাথু কুহনেম্যান একটি মিডিয়া আউলেটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "প্রায় 15 মিনিট আমাদের মধ্যে কথা হয়েছে ৷ ও (জাদেজা) আমাকে অসাধারণ কিছু টিপস দিয়েছেন আমাকে ৷ আমরা বোলিংয়ের সবকিছু নিয়ে কথা বলেছি ৷" তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে উপমহাদেশের সফরে এলে কী করণীয় তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রবীন্দ্র জাদেজা তাঁকে দিয়েছেন ৷ এমনকি অস্ট্রেলিয়ান উইকেটেও কীভাবে নিজের বোলিংকে আরও ভালো করা যায়, সেই সব নিয়েও জাদেজার সঙ্গে কথা হয়েছে টেস্টের পয়লা নম্বর অলরাউন্ডারের সঙ্গে ৷

কুহনেম্যানের কথায়, ভারতীয় অলরাউন্ডার তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিরিজের শেষ টেস্টের পর তাঁর সঙ্গে কথা বলবেন ৷ রবীন্দ্র জাদেজা তাঁর সেই প্রতিশ্রুতি রেখেছেন ৷ 26 বছরের এই অর্থোডক্স স্পিনারকে পরিবর্ত হিসেবে ভারতে নিয়ে আসা হয়েছিল ৷ লেগস্পিনার মিচেল সুইপসনের পরিবর্ত হিসেবে তাঁকে দ্বিতীয় টেস্ট থেকে খেলায় অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট ৷ মিচেল সুইপসন তাঁর প্রথম সন্তানের জন্মের কারণে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন ৷

আরও পড়ুন: 5 ম্যাচে 5 জয়ে প্রথম দল হিসেবে ডব্লিউপিএল-এর প্লে-অফসে ‘মুম্বই চি মুলগিস’

ম্যাথু কুহনেম্যান অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে কুইন্সল্যান্ডের হয়ে 13 ম্যাচে 35 উইকেট নিয়েছিলেন ৷ তাঁর গড় 34.80 ৷ তবে, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে অভিষেখে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ম্যাথিউ কুহনেমন ৷ সেই কারণেই মিচেল সুইপসনের পরিবর্ত হিসেবে তাঁকে ভারতে নিয়ে আসা হয় ৷ দিল্লি টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র 2 উইকেট নিয়েছিলেন তিনি ৷ তাও টিম ম্যানেজমেন্ট তাঁর উপরে ভরসা রেখেছিল ৷ সেই ভরসার দাম রেখেছিলেন কুহনেমন ৷ ইন্দোর টেস্টে ভারতকে 109 রানে অলআউট করার পিছনে তাঁর 5 উইকেট বড় ভূমিকা নিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.