Virat Kohli earns Rs 240 crore: খারাপ ফর্মে, তো ? আভিজাত্যেই আয়ের শীর্ষে এঁরা, বিরাট-উপার্জন ₹240 কোটি

author img

By

Published : May 13, 2022, 4:09 PM IST

Loss of form doesn't mean loss of income, Virat Kohli earns Rs 240 crore last year

খারাপ সময় চলছে ৷ ব্যাটে রান নেই ৷ তবে সে জন্য আয়ে কমতি নেই বিরাট কোহলির ৷ গত বছরে তাঁর এনডোর্সমেন্ট থেকে আয় হয়েছে 240 কোটি টাকা (Virat Kohli earns Rs 240 crore)৷ আভিজাত্যেই সেরা ধনীর তালিকায় তাঁর মতোই অফ-ফর্মে থাকা আরও অনেক ক্রীড়াবিদ (Top 100 Highest-Paid Athletes)৷

কলকাতা, 13 মে: কেরিয়ারের শুরু থেকেই তিনি ক্রিকেটের মধ্যগগনে ৷ 2007 অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ থেকে সাফল্যের সিঁড়ি চড়া শুরু ৷ তার পর থেকে গোটা কেরিয়ারে ছুঁয়েছেন একের পর এক রেকর্ড ৷ রানের পাহাড়ে চড়ে জাত চিনিয়েছেন নিজের ৷ সামনে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়ে হয়ে উঠেছেন মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরী ৷ তবে 2020-র কোভিড অধ্যায়ের পর থেকেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ ব্যাটে চলছে রানের খরা ৷ সরতে হয়েছে অধিনায়কত্ব থেকে ৷ চলেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঠান্ডা লড়াই ৷ এত কিছু সত্ত্বেও ব্যাডপ্যাচে থাকা সেই বিরাট কোহলিরই নাম জ্বলজ্বল করছে বিশ্বের সর্বাধিক আয়ের 100 ক্রীড়াবিদের তালিকায় ৷ এটাই বোধহয় আভিজাত্য, যা একজন ক্রীড়াবিদের ডাউনটাইমের ছায়া পড়তে দেয় না তাঁর ভাবমূর্তিতে (Virat Kohli earns Rs 240 crore)৷

2022 স্পোর্টিকোর সর্বাধিক আয়ের (2022 Sportico list) 100 ক্রীড়াবিদের তালিকায় অবলীলায় জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি ৷ এই তালিকায় তিনিই একমাত্র ক্রিকেটার ৷ তাঁর নাম রয়েছে 61 নম্বরে ৷ সাম্প্রতিক অতীতে তাঁর ব্যাটে রান না থাকলেও সে জন্য তাঁর আয়-রোজগারে কোনও প্রভাব পড়েনি ৷ গত বছর এনডোর্সমেন্টে তাঁর ঘরে এসেছে 33.9 মিলিয়ন মার্কিন ডলার ৷ অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার মূল্য 261.03 কোটি টাকা (Loss of form doesn't mean loss of income)৷

30টিরও বেশি ব্র্যান্ডের অ্যাম্বাস্যাডর ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল পুমা স্পোর্টসওয়্যার, হিরো টু-হুইলার, এমআরএফ টায়ারস, অডি কার্ডস, মিন্ত্রা, আমেরিকান টুইস্টার লাগেজ ও ভিভো স্মার্টফোন ৷

আরও পড়ুন: Kohli's Lean Patch Continues : কেবল ফর্ম নয় আত্মবিশ্বাসটুকুও গিয়েছে, 'বিরাট' বিপর্যয়ে হাহাকার টুইটারে

শুধু বিরাটই নন, কেরিয়ারের অন্তিম প্রান্তের আরও অনেক ক্রীড়াবিদই এখনও রাজত্ব করছেন ধনী ক্রীড়াবিদের তালিকায় (Top 100 Highest-Paid Athletes)৷ শীর্ষ 10-এ যথারীতি রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রজার ফেডেরার ও টাইগার উডস ৷ এঁরা প্রত্যেকেই নিজেদের সেরা সময়কে অনেক পেছনে ফেলে এসেছেন ৷ আগামী দিনে তাঁদের থেকে বড় সাফল্য উপরি পাওনা ৷

বয়সের দিক থেকে মেসি ও রোনাল্ডো কেরিয়ারের অন্তিমলগ্নে চলে এলেও গত বছরে তাঁদের আয় যথাক্রমে 122 মিলিয়ন মার্কিন ডলার (939.4 কোটি টাকা) ও 115 মিলিয়ন মার্কিন ডলার (885.5 কোটি টাকা)৷ ধনী ক্রীড়াবিদের তালিকায় থাকা টাইগার উডসও দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি গলফ টুর্নামেন্টে খেলেছেন ৷ আর টেনিস কিংবদন্তি রজার ফেডেরার গত কয়েক বছরে ম্যাচ খেলেছেন হাতে গোনা ৷ অক্টোবরে তাঁর কামব্যাক হওয়ার কথা রয়েছে ৷ সুইস স্টারের জন্য সেটাই হতে চলেছে ফেয়ারওয়েল টুর ৷ সেই সময় তাঁর বয়স হচ্ছে 41 ৷ এই বয়সে এখনও ব়্যাঙ্কিং-এ আট নম্বরে থাকা ফেডেরারের গত বছরের আয় 85.7 মিলিয়ন মার্কিন ডলার (654 কোটি টাকা) ৷ যদিও তাঁর এই বিপুল আয়ের মাত্র 7,24,000 মার্কিন ডলার এসেছে টেনিস কোর্ট থেকে ৷

আরও পড়ুন: Kohli Hits Back at Critics : ওরা জানে না আমি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সমালোচকদের বিঁধলেন বিরাট

কোহলি হোন বা উডস বা ফেডেরার, এই ক্রীড়াবিদেরা গোটা বিশ্বের আইকন ৷ দক্ষতায়, আভিজাত্যে, ভাবমূর্তিতে তাঁরা নিজেদের এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে, তাঁদের পারফরম্যান্সের সামান্য হেরফের আর তাঁদের মার্কেট ভ্যালুর উপর কোনও প্রভাব ফেলে না ৷ দীর্ঘ সময় ধরে অর্জিত ভক্তদের ভালোবাসাই বাঁচিয়ে রেখেছে তাঁদের ব্র্যান্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.