IPL Final : মেগা ফাইনালে টস জিতে বোলিং নাইটদের

author img

By

Published : Oct 15, 2021, 7:04 PM IST

Updated : Oct 15, 2021, 7:36 PM IST

IPL Final

2012 ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে ঘোড় সওয়ারিদের লক্ষ্য যখন তৃতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মসনদ দখল ঠিক তখন চতুর্থবার চ্যাম্পিয়নের লক্ষ্যে চেন্নাই সুুপার কিংস ৷

দুবাই, 15 অক্টোবর : মরু শহরে মহারণ ৷ ন'বছর আগের স্মৃতি উস্কে চতুর্দশ আইপিএলের মেগা ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ৷ 2012 ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে ঘোড় সওয়ারিদের লক্ষ্য যখন তৃতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মসনদ দখল ঠিক তখন চতুর্থবার চ্যাম্পিয়নের লক্ষ্যে চেন্নাই সুুপার কিংস ৷ মরুশহরে সেই মহারণের টস অনেকাংশে গুরুত্বপূর্ণ ছিল দু'দলের জন্য ৷ মেগা ফাইনালে গুরুত্বপূর্ণ টস জিতে প্রথমে বোলিং নাইটদের ৷

শিশির ফ্যাক্টরের কথা মাথায় রেখে টস জয়ী দল যে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাবে, সেকথা একপ্রকার নিশ্চিতই ছিল ৷ সেইমত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ধোনির দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন ইয়ন মরগ্য়ান ৷ ব্যাট হাতে ছন্দে না থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টস ভাগ্য ভালই সঙ্গ দিচ্ছে মরগ্য়ানকে ৷ উল্টোদিকে ব্যাট হাতে বিশেষ ছন্দে না থাকলেও প্রথম কোয়ালিফায়ারে 'ভিন্টেজ' ধোনি ফের ফিনিশার রূপে অবতীর্ণ হয়েছেন ৷ সব দেখে আশায় বুক বাঁধছেন সুপার কিংস সমর্থকরা ৷

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নাইট অধিনায়ক জানান, এই ম্যাচে শিশির বড় ভূমিকা পালন করবে ৷ একইসঙ্গে মেগা ফাইনালে পার্পল ব্রিগেড অপরিবর্তিত দল সাজিয়েছে বলেও জানান তিনি ৷ অর্থাৎ, আন্দ্রে রাসেলের ফিটনেস নিয়ে চিন্তায় থাকা নাইট শিবির ফাইনালেও তাঁকে খেলানোর ঝুঁকি থেকে বিরত থাকল ৷ অপরিবর্তিত দল সাজিয়েছে ধোনির চেন্নাই সুুপার কিংসও ৷ টস জিতলে তিনিও যে প্রথমা বোলিং নিতেন, তাও জানাতে ভোলেননি 'ক্য়াপ্টেন কুল' ৷

ত্রয়োদশ আইপিএলের দুঃসহ অভিজ্ঞতা ভুলে 2021 আইপিএলে ফের নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে সিএসকে ৷ অন্যদিকে রান-রেটের অঙ্কে গত আইপিএলে প্লে-অফ মিস করা নাইটরা 2021 আইপিএলের দ্বিতীয় পর্বে বিধ্বংসী রূপ ধারণ করেছে ৷ ফলস্বরূপ তৃতীয়বার কাপ-যুদ্ধের ফাইনালে কলকাতার ফ্র্যাঞ্চাইজি দলটি ৷ এর আগে দু'বার আইপিএল ফাইনালে পৌঁছে দু'বারই ট্রফি জিতেছে নাইটরা ৷ সবমিলিয়ে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের প্রতীক্ষায় দুবাই ৷

একনজরে কেকেআর একাদশ : বেঙ্কটেশ, শুভমন, নীতিশ, রাহুল, মরগ্য়ান (অধিনায়ক), কার্তিক, শাকিব, সুনীল, শিবম, বরুণ, ফার্গুসন ৷

একনজরে সিএসকে একাদশ : রুতুরাজ, ফ্যাফ, মইন, রবিন, অম্বাতি, জাদেজা, ধোনি (অধিনায়ক), ব্র্যাভো, শার্দুল, দীপক, হ্যাজেলউড ৷

Last Updated :Oct 15, 2021, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.