IPL 2021: রোহিতকে ছাড়াই মাঠে নামল মুম্বই, টস জিতে প্রথমে ব্যাটিং ধোনিদের

author img

By

Published : Sep 19, 2021, 7:12 PM IST

Updated : Sep 19, 2021, 7:48 PM IST

IPL 2021

সাড়ে চার মাস পর ফেরে আইপিএলের বাইশ গজে বল গড়াল ৷ করোনার কারণে 4 মে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএলের চতুদর্শ সংস্করণ ৷ রবিবার সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হল বাকি টুর্নামেন্ট ৷ তবে 2019 সালের পর প্রথমবার আইপিএলে মাঠে ফিরছে দর্শক ৷ তবে প্রথম ম্যাচে হিটম্যান-এর ব্যাটিং দেখা থেকে বঞ্চিত হলেন ফ্যানেরা ৷

দুবাই, 19 সেপ্টেম্বর : ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর ৷ বুম বুম ইজ ব্যাক ৷ করোনা ভীতি কাটিয়ে ফের শুরু হল আইপিএল ৷ রবিবার মরু শহরে বাইশ গজে বল গড়াল 2021 আইপিএলের দ্বিতীয় পর্বের ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ তবে প্রথম ম্যাচেই রোহিত শর্মাকে ছাড়া মাঠে নামল মুম্বই ইন্ডিয়ান্স ৷ রোহিতের অনুপস্থিতিতে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন কাইরন পোলার্ড ৷

মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানের জন্য খারাপ খবর ৷ ক্যাপ্টেন রোহিত ছাড়াও দলের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াও খেলছেন না ৷ রোহিত না-থাকায় মুম্বইয়ের নেতা পোলার্ড ৷ ধোনির সঙ্গে এদিন টস করতে নামেন মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্যারিবিয়ন অল-রাউন্ডার ৷ রোহিত ও হার্দিককে বিশ্রাম দিয়েছে মুম্বই থিঙ্কট্যাঙ্ক ৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এদিন শততম ম্যাচ খেলছেন জসপ্রীত বুমরা ৷ আর চেন্নাই সুপার কিংসের জার্সিতে শততম ম্যাচ খেলতে নামেন ডোয়েন ব্র্যাভো ৷

লিগ তালিকায় 'সেকেন্ড বয়' হিসেবে মরু শহরে মাঠে নামল সিএসকে ৷ ধোনিদের সামনে 'ফোর্থ বয়' মুম্বই ইন্ডিয়ান্স ৷ এবার মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা ৷ 2019 আইপিএলের পর প্রথমবার ৷ করোনার কারণে 2020 আইপিএল হয়েছিল এই মরু শহরে ৷ তবে তা দর্শকশূন্য স্টেডিয়ামে ৷ কিন্তু এবার দুবাই, আবুধাবি ও শারজায় তিনটি মাঠে সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আমিরশাহী সরকার ও বিসিসিআই ৷ ফলে কোভিডবিধি মেনে মাঠে বসে আইপিএলে 'এল ক্লাসিকো' দেখার জন্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির ফ্যানেরা ৷

আরও পড়ুন : আইপিএলে অনন্য মাইলস্টোনের সামনে মাহি

মুখোমুখি লড়াইয়ে সিএসকে-র থেকে এগিয়ে থেকে এদিন মাঠে নামল মুম্বই ইন্ডিয়ান্স ৷ এর আগে 32টি ম্যাচে 19বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স আর 13 বার জয় পেয়েছে সুপার কিংস ৷ শুধু তাই নয়, শেষ ছ'বারের সাক্ষাতে পাঁচবারই জিতেছে মুম্বই ৷ শেষবার অর্থাৎ চতুর্দশ আইপিএলের প্রথম পর্বে কাইরন পোলার্ডের 87 রানের অপরাজিত ইনিংসে ভর করে আইপিএলে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতে মুম্বই ইন্ডিয়ান্স ৷ দিল্লিতে সুপার কিংসের বিরুদ্ধে 219 রান তাড়া করে 'লাস্ট বল থ্রিলার ' জিতেছিল রোহিত অ্যান্ড কোং ৷

চেন্নাই সুপার কিংস একাদশ: ফ্যাফ ডু'প্লেসিস, রীতুরাজ গায়কোয়াড, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন), শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোস হ্যাজেলউড ৷

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: কুইন্টন ডি'কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, আনমোলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড (ক্যাপ্টেন), ক্রুনাল পান্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্ট ৷

Last Updated :Sep 19, 2021, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.