IPL Final : বিসলা হতে পারলেন না ভেঙ্কটেশ-গিল, নাইটদের হারিয়ে চতুর্থ আইপিএল জয় চেন্নাইয়ের

author img

By

Published : Oct 16, 2021, 6:40 AM IST

IPL Final

প্রথমে ব্যাট করে ধোনিদের ছুঁড়ে দেওয়া 193 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 165 রানেই শেষ হয়ে যায় নাইটদের ইনিংস ৷ 2012-র মধুর প্রতিশোধ তুলে নিয়ে তিন বছর পর ফের আইপিএল মসনদে চেন্নাই সুুপার কিংস ৷

দুবাই, 16 অক্টোবর : মনবিন্দর বিসলা হওয়া হল না ভেঙ্কটেশ আইয়ার কিংবা শুভমন গিলের ৷ দুই নাইট ব্যাটারের লড়াই ব্যর্থ করে চতুর্থবার আইপিএল জিতে নিল চেন্নাই সুুপার কিংস ৷ প্রথমে ব্যাট করে ধোনিদের ছুঁড়ে দেওয়া 193 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 165 রানেই শেষ হয়ে গেল নাইটদের ইনিংস ৷ ফাইনালে কিং খানের দল হারল 27 রানে ৷ 2012-র মধুর প্রতিশোধ তুলে নিয়ে তিন বছর পর ফের আইপিএল মসনদে চেন্নাই সুুপার কিংস ৷

টস জিতে প্রত্যাশামতই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক ইয়ন মরগ্য়ান ৷ কিন্তু এলিমিনেটর বা কোয়ালিফায়ারের মত ফাইনালে প্রতিপক্ষকে স্বল্প রানে বেঁধে রাখতে পারেনি কলকাতা নাইট রাইডার্স ৷ ডু'প্লেসির ব্যাটিং বিক্রমে আইপিএল ফাইনালে নাইটদের বিরাট লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় সুপার কিংস ৷ এদিন শুরু থেকেই নাইট বোলারদের আক্রমণের পথ বেছে নেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ৷ দুরন্ত ফর্মে থাকা রুতুরাজের পাশে এদিন বড় ম্য়াচ প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করেন প্রোটিয়া ওপেনার ডু'প্লেসি ৷

3টি চার এবং একটি ছয়ে 27 বলে 32 রান করে রুতুরাজ আউট হলেও অপ্রতিরোধ্য় ছিলেন ফ্যাফ ৷ নারিন সিএসকে শিবিরে ঝটকা দিলেও তিন নম্বরে ব্যাট করতে আসা রবিন উথাপ্পাও ছিলেন কোয়ালিফায়ারের মত বিধ্বংসী ফর্মে ৷ ওপেনিং জুটিতে 61 রান ওঠার পর দ্বিতীয় উইকেট জুটিতে ডু'প্লেসি-উথাপ্পা যোগ করেন 63 রান ৷ একাদশ ওভারের শেষ বলে লকি ফার্গুসনকে ছক্কা হাঁকিয়ে 35 বলে অর্ধশতরান পূর্ণ করেন ডু'প্লেসি ৷ সুনীল নারাইন ছাড়া বাকি কোনও নাইট বোলার এদিন সুবিধা করে উঠতে পারেননি চেন্নাই ব্য়াটারদের সামনে ৷ ঝড় তুলে 15 বলে 31 রান করে উথাপ্পাও ঠকে যান নারাইনের স্পিনে ৷ তাঁর ইনিংসে ছিল 3টি ছয় ৷ চতুর্দশ ওভারের তৃতীয় বলে সুপার কিংস ব্যাটার যখন আউট হন, তখন চেন্নাইয়ের রান 124 ৷

আরও পড়ুন : MS Dhoni : 300 টি-20 ম্যাচে অধিনায়কত্বের নজির স্পর্শ মাহির

ইনিংসের বাকি সময়টা মইন আলিকে নিয়ে সিএসকে'কে রানের পাহাড়ে পৌঁছে দেন ডু'প্লেসি ৷ 7টি চার, 3টি ছয়ে 59 বলে 86 রানের মারকাটারি ইনিংস খেলে ইনিংসের শেষ বলে আউট হন ডু'প্লেসি ৷ জবাবে ভেঙ্কটেশ-গিল ভাল শুরু করলেও পরের দিকের ব্য়াটারদের ব্যর্থতায় তৃতীয়বার কাপ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল নাইটদের ৷ 32 বলে 50 রানের ইনিংস খেলে 'ট্র্যাজিক হিরো' ভেঙ্কটেশ ৷ 34 বলে 51 রানে আউট হন গিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.