Tim Paine: যৌন হেনস্থার দায় স্বীকার করে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়লেন পেইন

author img

By

Published : Nov 19, 2021, 3:26 PM IST

Tim Paine resigned as captain after pleading guilty to sexual harassment

যৌন হেনস্থার অভিযোগে জেরবার অস্ট্রেলিয়ান ক্রিকেট ৷ 2017 সালে অজি দলের মহিলা সাপোর্ট স্টাফকে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি পাঠানোর অভিযোগে এবার টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন টিম পেইন ৷ তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ৷

মেলবোর্ন, 19 নভেম্বর : 2018 সালের বল বিকৃতি কাণ্ডের পর এবার যৌন হেনস্থা ৷ আর এই যৌন হেনস্থার অভিযোগেই অ্যাসেজের আগে ফের একবার টালমাটাল অবস্থা অস্ট্রেলিয়ান ক্রিকেটে ৷ আর যে ঘটনায় কাঠগড়ায় অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন ৷ অভিযোগের জেরে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন তিনি ৷ প্রসঙ্গত, 2017 সালে অস্ট্রেলিয়া দলের সাপোর্ট স্টাফের এক মহিলা কর্মীকে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি পাঠানোর অভিযোগ উঠেছিল টিম পেইনের বিরুদ্ধে ৷ যে ঘটনা সেই সময় প্রকাশ্যে না এলেও সম্প্রতি সেই ঘটনা অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে ৷ আর তার পরেই সাংবাদিক বৈঠক করে নিজের দোষ স্বীকার করে টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন তিনি ৷

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 2017 সালে টিম পেইন অস্ট্রেলিয়া দলের এক মহিলা সাপোর্ট স্টাফকে নিজের অশালীন কিছু ছবি পাঠিয়ে ছিলেন ৷ যা সরাসরি সহবাস করার প্রস্তাব ছিল বলে অভিযোগ করেছিলেন ওই মহিলা সাপোর্ট স্টাফ ৷ 2018 সালে এনিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে লিখিত অভিযোগ জানান তিনি ৷ বিষয়টি নিয়ে সেই সময় একটি তদন্ত কমিটি গঠন করে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ এমনকি টিম পেইন সেই সময় নিজের অপরাধ স্বীকারও করে নেন এবং ওই মহিলা সাপোর্ট স্টাফের কাছে ক্ষমা চেয়ে নেন ৷

আরও পড়ুন : IND vs NZ : প্রথমবার ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরু করবেন সৌরভ

টিম পেইন এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তিনি সেই সময় নিজের পরিবার এবং স্ত্রীর কাছেও ক্ষমা চেয়ে ছিলেন নিজের কৃতকর্মের জন্য ৷ তাঁর পরিবার সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে ক্ষমাও চেয়ে নিয়েছিল ৷ কিন্তু, এবার বিষয়টি অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনে গিয়েছে ৷ সেখানে টিম পেইনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা সাপোর্ট স্টাফ ৷ আর তার পরেই বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে ৷

আরও পড়ুন : ISL : কেরালার বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী হাবাস

প্রসঙ্গত, সেই ঘটনার পর 2018 সালে দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়েন তৎকালীন অজি অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামরন ব্যানক্রফ্ট ৷ সেই সময় এই 3 জনকে সাসপেন্ড করে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সেই সময় টিম পেইনকে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কও করা হয় ৷ কিন্তু, এবার বিষয়টি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে চলে আসায় অধিনায়কত্ব থেকে সরে এলেন টিম পেইন ৷ তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের স্বার্থে এবং ক্রিকেট খেলার স্বচ্ছতা বজায় রাখতে নিজের দোষ স্বীকার করে তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ৷ ইতিমধ্যে, ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে ৷ তবে, অ্যাসেজ সিরিজে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তিনি নিজের সেরাটা দেবেন বলে জানিয়েছেন টিম পেইন ৷ তবে, অ্যাসেজের আগে অস্ট্রেলিয়া শিবিরে এই যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসায় দলে এর গভীর প্রভাব পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.