Ind vs Eng : ইংল্যান্ডকে চাপে ফেলেছেন সিরাজ়-শামিরা, 245 রানে এগিয়ে ভারত

author img

By

Published : Aug 14, 2021, 6:57 AM IST

ind vs eng

লর্ডস টেস্টের প্রথম দিন থেকেই দাপট বজায় রেখেছে ভারত ৷ প্রথম ইনিংসে ইংল্যান্ডকে চেপে ধরেছেন ভারতীয় পেসাররা ৷

লন্ডন, 14 অগস্ট : লর্ডস টেস্টের প্রথমদিনটা ভারতীয় ব্যাটসম্যানদের দাপট দেখা গিয়েছিল ৷ দ্বিতীয় দিনের আলো কেড়ে নিলেন পেসাররা ৷ বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে প্রথম ইনিংসে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন জেমস অ্যান্ডারসন ৷ অন্যদিকে ইংল্যান্ডের প্রথম ইনিংসের শুরুতেই আঘাত হেনেছেন ভারতীয় পেসাররা ৷ অ্যান্ডারসন ভারতকে বড় স্কোর গড়া থেকে রুখে দিলেও মহম্মদ সিরাজ়দের দাপটে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে 3টি উইকেট খুইয়ে ফেলেছে ইংল্যান্ড ৷ তুলেছে 119 রান ৷ কোহলিরা এখনও 245 রানে এগিয়ে ৷

লোকেশ রাহুল, অজিঙ্ক রাহানেদের ব্যাটে বড় স্কোর গড়ার লক্ষ্য নিয়েই দ্বিতীয় দিনে মাঠে নেমেছিল ভারত ৷ তবে মাঠে নেমেই অলি রবিনসনের শিকার হন আগের দিনের সেঞ্চুরি করা লোকেশ রাহুল ৷ এরপর অজিঙ্ক রাহানেকে (1) ফেরান জেমস অ্যান্ডারসন ৷ ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার প্রচেষ্টায় তিনশোর গণ্ডি অতিক্রম করে ভারত ৷ শেষমেশ 364 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস ৷ পুরোপুরি ফিট না থাকায় দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ছিলেন জেমস অ্যান্ডারসন ৷ দ্বিতীয় দিনে সেই জিমিই বাজিমাত করলেন ৷ 62 রান দিয়ে তিনটি উইকেট তুলে ভারতকে 364 রানে আটকে দেন 39 বছরের এই তারকা পেসার ৷

আরও পড়ুন : KL rahul's Century : রাহুলের সেঞ্চুরিতে ডগমগ 'গার্লফ্রেন্ড' আথিয়া, শুভেচ্ছা সুনীল শেট্টিরও

ইংল্যান্ডের প্রথম ইনিংসে দাপট দেখাল ভারতীয় পেসাররাও ৷ 14.3 ওভারে ওপেনার ডম সিবলি (11)কে ফেরান সিরাজ় ৷ পরের বলেই হাসিব হামিদকে আউট করেন ৷ পরপর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড ৷ থ্রি লায়ন্সদের 100-র গণ্ডি পার হওয়ার পর ররি বার্নসের উইকেট নেন মহম্মদ শামি ৷ দিনের শেষে 119 রান তুলতে পেরেছে ইংল্যান্ড ৷ তবে প্রথম টেস্টের মতো লর্ডসেও দলকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন অধিনায়ক জো রুট ৷ 48 রানে অপরাজিত রয়েছেন রুট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.