IND beats NZ at Eden : সৌরভের শহরে রোহিত-দ্রাবিড়ের মহারাজকীয় উত্থান

author img

By

Published : Nov 21, 2021, 10:37 PM IST

Updated : Nov 21, 2021, 11:07 PM IST

IND vs NZ 3rd T20I

টি-20 সিরিজে নিউজিল্য়ান্ডকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া ৷ ইডেনে তৃতীয় টি-20 ম্য়াচে রোহিতের ভারত কিউয়িদের হারাল 73 রানে ৷

কলকাতা, 21 নভেম্বর : অভিষেক টেস্টে শতরান, ব্য়াগি গ্রিনদের বিরুদ্ধে অমর 180 রানের ইনিংস ৷ ইডেনের প্রতি রাহুল দ্রাবিড়ের দুর্বলতা সম্পর্কে অবগত ভারতীয় ক্রিকেট ৷ সিনিয়র দলের কোচ হিসেবেও তাই প্রিয় ইডেনে অভিষেকে সুখের স্মৃতি নিয়েই ফিরতে চেয়েছিলেন 'দ্য় ওয়াল'৷ রবিবাসরীয় ইডেন তাঁকে খালি হাতে ফেরাল না ৷ জাতীয় দলের কোচ হিসেবে তাঁর ছোট্ট অথচ সুন্দর প্রথম অধ্য়ায়টা সম্পন্ন হল প্রিয় ইডেনেই ৷

ভুলচুক হয়তো থেকে গেল অনেক ৷ তবু কোচ হিসেবে দ্রাবিড়ের অভিষেক সিরিজে বিপক্ষকে টিম ইন্ডিয়া হোয়াইটওয়াশ করল কলকাতার মাটিতেই ৷ দাদার শহরে 'দাদাগিরি' দ্রাবিড়ের ভারতের ৷ রবিবার যার সূচনাটা হল ইডেনের আরেক 'বরপুত্র' রোহিতের হাত ধরেই ৷ তাঁর 31 বলে 56 রানের সৌজন্য়েই এদিন প্রথমে ব্য়াট করে কিউয়িদের 185 রান টার্গেট দেয় ভারত ৷

সূর্যকুমার, পন্থের সঙ্গ না পেলেও ইডেনে এদিন 26তম টি-20 হাফসেঞ্চুরিটি (সেঞ্চুরি ধরে 30) পেয়ে যান রোহিত ৷ 31 বলে ভারত অধিনায়কের ইনিংসে ছিল 5টি চার, 3টি ছয় ৷ এরপর শ্রেয়স আইয়ারের 25, ভেঙ্কটেশ আইয়ারের 20 রান ভারতের ইনিংস এগিয়ে নিয়ে গেলেও কারও ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি ৷ শেষদিকে দীপক চাহারের 8 বলে 21 রান ভারকে 184 রানে পৌঁছতে সাহায্য় করে ৷

আরও পড়ুন : Rohit breaks Kohli's record : প্রিয় ইডেনে কোহলির নজির ভাঙলেন রোহিত

বড় রানের পাহাড়ে চাপা পড়ে কুয়াশার চাদরে মুড়ে থাকা ইডেনেও সাউদির দলের হাসফাঁস অবস্থা ৷ একা গাপটিল 51 করলেন ৷ বাকিদের কথা না বলাই ভাল ৷ অক্ষরের 3 ওভারে 9 রানে 3 উইকেট, হর্ষলের 2 উইকেটে ভর করে 16 বল বাকি থাকতে 111 রানেই গুটিয়ে গেল বিশ্বকাপের ফাইনালিস্টরা ৷ দাদার শহরে গাওয়া হল রোহিত-দ্রাবিড়ের নয়া ভারতের জয়গান ৷

Last Updated :Nov 21, 2021, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.