Ind vs SA : পন্থের হাফ সেঞ্চুরি, মধ্যাহ্নভোজের বিরতিতে 143 রানের লিড ভারতের

author img

By

Published : Jan 13, 2022, 5:00 PM IST

Updated : Jan 13, 2022, 5:45 PM IST

Ind vs SA

দ্বিতীয় ইনিংসের শুরুতেই 24 রানে দুই ওপেনারকে হারিয়েছিল ভারত ৷ তৃতীয় দিনে অধিনায়ক বিরাট কোহলি ও ঋষভ পন্থের ব্যাটে মধ্যাহ্নভোজ পর্যন্ত 145 রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া ৷

কেপটাউন, 13 জানুয়ারি : ফের ব্যর্থ পূজারা ও রাহানে ৷ বৃহস্পতিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনের প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন চেতেশ্বর পূজারা (9) ৷ পরের ওভারেই 9 বলে মাত্র 1 রান করে সাজঘরের পথ ধরেন অজিঙ্কা রাহানে ৷ তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ছন্দে ভারত ৷ বিরাট কোহলি এবং ঋষভ পন্থের ব্যাটে মধ্যাহ্নভোজ বিরতিতে 145 রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া ৷ ঋষভের ব্যাটিং ভঙ্গিমায় মারকুটে মেজাজ দেখা গেলেও অতিরিক্ত সাবধানী অধিনায়ক বিরাট কোহলি ৷ লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই অর্ধশতরান করে ফেলেছেন পন্থ ৷

ভারতের 223 রানের জবাবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা 210 রানে গুটিয়ে যায় ৷ 13 রানের লিড নিয়ে বুধবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত ৷ দুই ওপেনার লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কোহলির দল ৷ অধিনায়ক বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারা দলের স্কোর 50-এর উপরে নিয়ে যান ৷ 2 উইকেট হারিয়ে 57 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত ৷ তবে দিনের প্রথম ওভারেই ধাক্কা আসে ৷ দ্বিতীয় বলেই 33 বলে 9 রান করা পূজারা ফেরান মার্কো জনসন ৷ পরের ওভারে রাবাদার বলে ডিন এলগারের হাতে ধরা পড়েন রাহানে ৷

আরও পড়ুন : Ramiz Raja on India-Pakistan Series : ভারতের বিরুদ্ধে খেলতে চারদেশীয় সুপার সিরিজ চান পিসিবি প্রধান

এরপর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন বিরাট ৷ দুজনের ব্যাটে 31তম ওভারে ভারতের লিড একশোর গণ্ডি পার হয়ে যায় ৷ এরপর 36চম ওভারে ভারতের দলগত ইনিংস তিন অঙ্কের ঘরে পৌঁছায় ৷ মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়ার আগে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করে নেন পন্থ ৷ 4টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে 58 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৷ তবে চরিত্রের বিপরীতে গিয়ে অতিরিক্ত সাবধানী ব্যাটিং কোহলির ৷ লাঞ্চ বিরতিতে 127 বলে মাত্র 28 রান করে অপরাজিত রয়েছেন তিনি ৷ 60 বলে 51 রানে অপরাজিত পন্থ ৷

Last Updated :Jan 13, 2022, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.