Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণ নাগার

author img

By

Published : Sep 5, 2021, 10:31 AM IST

Updated : Sep 5, 2021, 1:17 PM IST

Tokyo paralympics 2020

প্যারা অলিম্পিকসে পুরুষদের সিঙ্গল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সোনা জিতলেন রাজস্থানের জয়পুরের কৃষ্ণ নাগার ৷ তাঁর জয়ে উচ্ছ্বসিত পরিবার ৷

টোকিয়ো, 5 সেপ্টেম্বর : প্যারা অলিম্পিকসে পুরুষদের সিঙ্গল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সোনা জিতলেন রাজস্থানের জয়পুরের কৃষ্ণ নাগার ৷ তাঁকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ কৃষ্ণ নাগার 21-17, 16-21 এবং 21-17 গেমে তিনি হারান হংকংয়ের চু মান কাইকে ৷ জয়ের জন্য তিনি সময় নেন মাত্র 43 মিনিট ৷ তাঁর এই সোনা জয়ে পঞ্চম সোনা এল ভারতের ঝুলিতে ৷

খেলা চলাকালীন পরস্পরকে প্রবল লড়াই দিতে থাকেন ৷ তবে বিরতির পর থেকে চিনা তারকা শাটলারকে প্রবল আক্রমণ করেন কৃষ্ণ ৷ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি চু মান কাই ৷ অবশেষে তাঁকে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয় ৷ প্রথম গেমে পরাজিত হলেও কাই দ্বিতীয় গেম জিতে সমতা ফেরান ৷ কিন্তু তৃতীয় গেমে কাইকে পরাজিত করে সোনা জেতেন রাজস্থানের এই তারকা শাটলার ৷ কৃষ্ণর এই জয়ে উচ্ছ্বসিত তাঁর বাবা এবং পরিবারের সদস্যরা ৷

  • Historic performance by Krishan Nagar. Strong and determined, you proved your mettle by winning the gold medal in badminton at #Paralympics and keeping the tricolour high. Your excellence is commendable. Many Indians will be inspired by you. Congratulations and best wishes.

    — President of India (@rashtrapatibhvn) September 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ব্যাডমিন্টনে রুপো জয় নয়ডার জেলাশাসক সুহাসের

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে বলেন, "প্যারা অলিম্পিকসে পুরুষদের সিঙ্গল ব্যাডমিন্টনে কৃষ্ণ নাগারের সোনা জয়ের জন্য আমরা খুবই গর্বিত ৷ " রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, "ব্যাডমিন্টনে ঐতিহাসিক সাফল্য ভারতের ৷ তাঁর এই জয় আরও অনেককে উজ্জীবিত করবে ৷ " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে বলেন, "আমাদের ব্যাডমিন্টন খেলোয়াড়দের সাফল্য দেখে সত্যিই আনন্দ হচ্ছে ৷" কৃষ্ণ নাগারের কোচ যাদবেন্দ্র বলেন, "মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাতে শিক্ষক দিবসে এর থেকে ভাল পুরস্কার আর কিছু হতে পারে না ৷" অন্যদিকে ব্যাডমিন্টনে রুপো জেতেন নয়ডার জেলাশাসক সুহাস যথিরাজ ৷ পদকজয়ী দুই ভারতীয়কে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি বলেন, "2016 সালের তুলনায় আমরা বেশি পদক জিতেছি ৷ আজ আমরা 19টি পদক জিতেছি ৷ তুলনা করে দেখতে গেলে দেখা যাবে 5 বারের বেশি আমরা পদক জিতেছি ৷"

  • Great news from #TokyoParalympics that Jaipur, Rajasthan’s para-badminton player #KrishnaNagar has won a #Gold medal in men’s Para Badminton SH6 event! A Superb Achievement for which we are so very proud! A very Big Congrats to him for his stellar success!! @Krishnanagar99

    — Ashok Gehlot (@ashokgehlot51) September 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated :Sep 5, 2021, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.