PV Sindhu-Indonesia Open : বিশ্বের 26 নম্বরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সিন্ধু

author img

By

Published : Nov 25, 2021, 8:08 PM IST

Indonesia Open Badminton

অলিম্পিক্সে ভারতের হয়ে দু'বার পদক জিতেছেন ৷ ইন্দোনেশিয়া ওপেনেও অন্যতম ফেভারিট তিনি ৷ প্রত্যাশা মতোই বিশ্বের 26 নম্বর ইভন লি'কে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু ৷

বালি, 25 নভেম্বর : জার্মানির ইভন লি'কে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের (Indonesia Open Badminton Tournament) কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের দু'বারের অলিম্পিক্সে পদকজয়ী পিভি সিন্ধু ৷ 2017 ইউরোপিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী, বিশ্বের 26 নম্বর ইভন লির বিরুদ্ধে 21-12, 21-18 গেমে জেতেন সিন্ধু ।

ইন্দোনেশিয়া ওপেনের তৃতীয় বাছাই সিন্ধু, $850,000 ইভেন্টে জার্মান শাটলারকে পরাস্ত করে সুপার 1000- এর কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে মাত্র 37 মিনিট সময় নেন ৷ শুরু থেকেই পুরোপুরিভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নেন হায়দরাবাদি শাটলার ৷ কোয়ার্টার ফাইনালে স্পেনের বিট্রিজ কোরালেস এবং দক্ষিণ কোরিয়ার সিম ইউজিন ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবেন ভারতের ব্যাডমিন্টন রানি ৷

আরও পড়ুন : PV Sindhu Dance: গানের তালে কোমর দোলালেন পিভি সিন্ধু

দিনকয়েক আগেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে 'পদ্মভূষণ' গ্রহণ করেন তিনি ৷ দেশের মধ্যে তৃতীয় ব্যাডমিন্টন তারকা সিন্ধু যিনি নানা পুরস্কার এবং সম্মান পেয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.