Sudipa Chatterjee in Didi No 1: বাবার পারলৌকিক কাজে ব্যস্ত রচনা, দিদি নম্বর ওয়ানের দায়িত্বে সুদীপা-সৌরভ

author img

By

Published : Nov 24, 2021, 2:37 PM IST

Rachna Banerjee's Father Died, Now Sudipa Chatterjee and Saurav Das anchoring in Didi No 1

বাবার পারলৌকিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee's Father Died)। সে জন্য দিদি নম্বর ওয়ানের পিকনিক স্পেশালের দায়িত্ব সামলাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee in Didi No 1) ও সৌরভ দাস ।

কলকাতা, 24 নভেম্বর: 'দিদি নম্বর ওয়ান'-এ শীতের আমেজে চলছে পিকনিক স্পেশাল এপিসোড (Picnic Special Episode)। সঞ্চালনায় সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee in Didi No 1) এবং সৌরভ দাস । পরিবার নিয়ে হাজির হচ্ছেন সেলেব দিদিরা ।

সম্প্রতি বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee's Father Died)। তাই শুটিং থেকে কয়েকদিনের বিরতি নিয়েছেন তিনি । বাবার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন না-করে ফ্লোরে ফিরতে পারবেন না সঞ্চালিকা । সেই কারণেই কয়েকদিনের জন্য সেই গুরুভার তিনি দিয়েছেন 'রান্নাঘর'-এর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এবং অভিনেতা সৌরভ দাসকে । বলাবাহুল্য, সৌরভ (Saurav Das in Didi No 1) সঞ্চালনায় সিদ্ধহস্ত । একাধিক রিয়ালিটি শো-র সঞ্চালনা করেছেন তিনি । ওদিকে সুদীপাও কুকারি শো 'রান্নাঘর'-এর মুখ । তাঁকে ছাড়া 'রান্নাঘর' ভাবতে পারে না দর্শক ।

শুটিং স্পট থেকে লাইভে এসে পিকনিক স্পেশাল এপিসোডের কথা ঘোষণা করেছেন সুদীপা এবং সৌরভ (Saurav Das anchoring in Didi No 1)। শীত মানেই পিকনিক । তাই এই থিমকে ধরেই চলবে দিনকয়েকের পর্ব । খেলতে আসছেন সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের চরিত্ররা ৷ সঙ্গে থাকছেন অন্যান্য সেলেব দিদিরা ।

আরও পড়ুন: Rahul Roy enjoys Kolkata Fashion Show: অসুস্থ, তবু ফ্যাশন সন্ধ্যায় শহরে হাজির আশিকি স্টার রাহুল

লাইভে দেখা যায় 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের ঊর্মি এবং সাত্যকিকে । বোঝা যাচ্ছে আসন্ন এপিসোডে দেখা যাবে তাঁদের । ইতিমধ্যেই এসেছেন অদিতি মুন্সি, মানসী সেনগুপ্ত, শ্রীমা ভট্টাচার্য, প্রমিতা চক্রবর্তী ও মানসী সেনগুপ্ত ।

Rachna Banerjee's Father Died, Now Sudipa Chatterjee and Saurav Das anchoring in Didi No 1
দিদি নম্বর ওয়ানে সুদীপা-সৌরভ

প্রসঙ্গত, বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একাধারে ছিলেন রচনার গাইড, ফিলোজফার এবং বন্ধু । আজকের রচনা বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠার পিছনে তাঁর অবদান অনেক । এ কথা আগেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী-সঞ্চালিকা ৷ বাবার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে কাজে ফিরবেন তিনি । সুদীপা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাসকে সেই কাজের ভার দিয়ে তিনি বলেছেন, সকলের মুখে যেন হাসি থাকে । এ কথা সুদীপাই জানান লাইভে এসে ।

আরও পড়ুন: Ajay Devgn completes 30 years in films: ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের

ঠিক বিকেল 5টায় হাজির হচ্ছেন সৌরভ এবং সুদীপা ৷ সঙ্গে আনছেন 'দিদি নম্বর ওয়ান'-এর 'পিকনিক স্পেশাল এপিসোড'। থাকছে খেলা, আড্ডা, গান আর সৌরভের মজার মজার সব কাণ্ড-কারখানা ।

আরও পড়ুন: Rachna Banerjee: বাবাকে হারিয়ে শোকাহত রচনা বন্দ্যোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.