Ranu Mondal Biopic: তৈরি হচ্ছে বায়োপিক, ঈশ্বরের দান বলছেন রাণাঘাটের রাণু মণ্ডল

author img

By

Published : Sep 17, 2021, 3:55 PM IST

ranu mondal biopic: Hrishikesh Mondal making miss ranu mariya

বায়েপিক তৈরি হচ্ছে রাণাঘাটের রাণু মণ্ডলের (Ranu Mondal Biopic) ৷ ঋষিকেশ মণ্ডলের (Hrishikesh Mondal) প্রযোজনায় হিন্দিতে তৈরি হচ্ছে 'মিস রাণু মারিয়া' (Miss Ranu Mariya) ৷

নদিয়া, 17 সেপ্টেম্বর: আবারও শিরোনামে রাণাঘাটের রাণু মণ্ডল (Ranu Mondal Biopic) । এ বার হিন্দিতে তাঁর বায়োপিক বানাতে চলেছেন প্রযোজক ঋষিকেশ মণ্ডল (Hrishikesh Mondal)। বয়োপিকের নাম 'মিস রাণু মারিয়া'(Miss Ranu Mariya) ৷ ইতিমধ্যেই তার পোস্টারও মুক্তি পেয়েছে ৷ যদিও সবকিছু ঈশ্বরের দান বলেই মনে করছেন রাণাঘাটের রাণু ৷

প্রযোজক ঋষিকেশ মণ্ডল জানিয়েছেন, "বিগত দেড় বছর ধরে আমরা রাণু মণ্ডলের এই বায়োপিকের জন্য পরিশ্রম করছি । করোনাকাল এবং লকডাউন আমাদের সব পরিকল্পনায় জল ঢেলে দেয় । তাই এ বার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আমরা আবার সেই কাজে লেগে পড়েছি ৷ ইতিমধ্যেই রাণু মণ্ডলের বায়োপিকের পোস্টার রিলিজ হয়ে গিয়েছে । বায়োপিকটি আমরা হিন্দিতে তৈরি করব । যাতে আরও বেশি মানুষ রাণু মণ্ডলের জীবন কাহিনি জানতে পারেন । ইতিমধ্যেই রাণুকে দেশ-বিদেশের অনেকেই চিনে ফেলেছেন ৷ তিনি আমাদের বাংলার গর্ব ।"

আরও পড়ুন: Prosenjit Ditipriya: এবার বুম্বাদার সঙ্গে বড় পর্দায় দিতিপ্রিয়া

রাণাঘাট স্টেশনে গান গাইতেন বেগো পাড়ার বাসিন্দা রাণু মণ্ডল । সেখান থেকে তিনি পাড়ি দেন মুম্বই ৷ সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার হাত ধরে হিন্দি ছবিতে গান গেয়ে দেশজুড়ে পরিচিত হন তিনি ৷ গরিব ঘরের রাণুর উত্তরণের খবর পৌঁছে যায় ঘরে ঘরে ৷ এ বার সেই রাণুর চরিত্র ফুটিয়ে তোলা হবে বড় পর্দায় ৷ বেশ কয়েকটি গান রাখা হয়েছে তাঁর বায়োপিকে ৷ কয়েকটি গাইবেন রাণু স্বয়ং ৷ এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে হিমেশ রেশমিয়াকেও দেখা যাবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.