NCB on Aryan Khan's bail: ফের অস্বস্তিতে অরিয়ান ! জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে এনসিবি

author img

By

Published : Nov 22, 2021, 1:45 PM IST

ncb-likely-to-appeal-to-supreme-court-against-aryan-khans-bail

স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের (Aryan Khan) ৷ তাঁর জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে এনসিবি (NCB)৷

মুম্বই, 22 নভেম্বর: অস্বস্তি বাড়তে পারে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের (Aryan Khan) ! মাদক মামলায় তাঁর জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে পারে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) ৷ তিন সপ্তাহেরও বেশি সময় হেফাজতে থাকার পর আরিয়ান খানকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল বম্বে হাইকোর্ট (Bombay High Court's bail order) ৷

এনসিবি-র (NCB) তরফে জানানো হয়েছে, আরিয়ান খানের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছেন এনসিবি আধিকারিকরা ৷ বম্বে হাইকোর্টের রায় খুঁটিয়ে দেখার পর এনসিবি এ ব্যাপারে আইনি পরামর্শ নিচ্ছে ৷

2 অক্টোবর গোয়াগামী প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান খান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে ৷ এরপর দফায় দফায় তাঁদের জামিনের আর্জি খারিজ হওয়ার পর অবশেষে 28 অক্টোবর প্রত্যেককে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দেয় বম্বে হাইকোর্ট ৷

আরও পড়ুন: Aryan Khan : জামিনের শর্ত মেনে এনসিবির অফিসে হাজিরা আরিয়ানের

14 পাতার রায়ে আদালত জানায়, মাদক মামলায় আরিয়ান, আরবাজ ও মুনমুনের বিরুদ্ধে চক্রান্ত করার কোনও অভিযোগেরই বিশেষ প্রমাণ মেলেনি ৷ আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি এবং বাকি দু‘জনের থেকে সামান্য পরিমাণে মাদক উদ্ধার হয়েছিল বলে জানায় বম্বে হাইকোর্ট ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানকে মাদক সরবরাহের হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ যথেষ্ট নয়: আদালত

আরিয়ানের জামিন মঞ্জুর করলেও শুক্রবার করে এনসিবি-র অফিসে হাজিরা দেওয়া ছাড়াও বেশ কয়েকটি শর্ত আরোপ করে আদালত ৷ আরিয়ানের জামিনে মোট 14টি শর্ত দেওয়া হয় ৷ পুলিশকে না-জানিয়ে মুম্বই ছাড়তে পারবেন না শাহরুখ-পুত্র ৷ তাঁকে প্রতি শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে এনসিবি-র অফিসে গিয়ে হাজিরা দিতে হচ্ছে ৷ আদালতের শুনানিতে ও তদন্তের প্রয়োজনে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ আরিয়ানকে তাঁর পাসপোর্ট জমা দিতে হয়েছে এবং এক লাখ টাকার ব্যক্তিগত বন্ড দিতে হয়েছে ৷ এছাড়াও দেশ ছেড়ে কোথাও না-যাওয়া, একই ধরনের ঘটনায় জড়িয়ে না-পড়া, তাঁর বন্ধু আরবাজ-সহ অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ না-করা ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা না-বলার নির্দেশ দেওয়া হয়েছে আরিয়ানকে ৷ জামিনের এই শর্তগুলির মধ্যে কোনও একটি লঙ্ঘন করা হলে, এনসিবি স্টারকিডের জামিন বাতিলের আবেদন জানাতে পারবে বলে জানিয়েছে হাইকোর্ট ৷

আরও পড়ুন: Aryan Khan: সিম্বা রিটার্নস ! আরিয়ান ঘরে ফেরায় সেলিব্রেশনের মুডে ভক্ত-সেলেব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.