রজনীকান্তের রাজনীতিতে না আসার সিদ্ধান্তে "আশাহত" কমল হাসান

author img

By

Published : Dec 30, 2020, 2:15 PM IST

োে্

রাজনীতিতে যোগ দেবেন না বলে গতকাল জানিয়ে দিয়েছেন রজনীকান্ত । যদিও এই সিদ্ধান্তে খুশি হননি কমল হাসান । বরং থালাইভার এই সিদ্ধান্তে "আশাহত" হয়েছেন বলে জানিয়েছেন তিনি ।

চেন্নাই : প্রায় এক বছর ধরেই শোনা যাচ্ছিল যে রাজনীতিতে পা রাখতে চলেছেন রজনীকান্ত । 31 ডিসেম্বর নতুন দল ঘোষণা করার কথাও ছিল তাঁর । কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শরীরের কথা মাথায় রেখে রাজনীতিতে পা রাখবেন না বলে গতকালই জানিয়ে দেন তিনি । যদিও তাঁর এই সিদ্ধান্তে একেবারেই খুশি হননি মাক্কাল নিধি মইয়ামের (এমএনএম) প্রধান ও অভিনেতা কমল হাসান ।

বছর চারেক আগে কিডনি প্রতিস্থাপন হয় রজনীকান্তের । তাই শরীরের কথা মাথায় রেখে চিকিৎসকরা চাইছিলেন না যে রাজনীতিতে পা রাখুন তিনি । এদিকে চলতি বছরের শুরুর দিকে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল । সেই সময় তিনি জানিয়েছিলেন, চিকিৎসকরা তাঁকে রাজনীতিতে পা রাখার পরামর্শ দিচ্ছেন না । তাই আপাতত রাজনীতি থেকে দূরে থাকবেন তিনি ।

তবে রাজনীতি থেকে দূরে থাকলেও শুটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছিলেন থালাইভা । কিন্তু, রাজনীতির ময়দানে নামার ইচ্ছেটা সুপ্তভাবে তাঁর মনের মধ্যেই রয়ে গিয়েছিল । আর সেই কারণে প্রায় এক মাস আগেই চেন্নাইয়ে তাঁর দল রজনী মাক্কাল মান্দ্রামের জেলা সম্পাদকসহ 52 জনকে নিয়ে বৈঠক করেছিলেন । নির্বাচনী রাজনীতিতে নামার ব্যাপারেও কথা হয়েছিল বলে জানা গিয়েছে । এরপরই ডিসেম্বরের শুরুর দিকে জানান, নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন । 31 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই দলের কথা ঘোষণা করবেন ।

আরও পড়ুন : রাজনৈতিক দল গঠন করছেন না, ভোলবদল রজনীকান্তের

কিন্তু, তার আগেই রাজনীতিতে পা না রাখার কথা গতকাল অনুরাগীদের জানান রজনীকান্ত । এ প্রসঙ্গে টুইটারে তিনি লিখেছেন, "অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি রাজনীতিতে পা রাখছি না । এই কথা ঘোষণা করতে গিয়ে আমার যে কতটা খারাপ লাগছে সেটা আমিই জানি । রাজনীতিতে প্রবেশ না করেও আমি সাধারণ মানুষের জন্য অনেক কিছুই করতে পারি । আমার এই সিদ্ধান্ত অনুরাগী ও আমজনতাকে যে আশাহত করেছে তা আমি জানি । দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন ।"

সম্প্রতি হায়দরাবাদে 'আন্নাথে'-র শুটিংয়ের সময় রক্তচাপ ওঠানামার সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । দু'দিন শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন । রবিবারই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর চেন্নাইতে নিজের বাড়িতে চলে যান । তারপরই গতকাল রাজনীতিতে পা না রাখার কথা জানান । এ প্রসঙ্গে ওই বিবৃতিতে তিনি লিখেছেন, "আমার হাসপাতালে ভরতি হওয়াটা ঈশ্বরের সাবধানবাণী । কোরোনা পরিস্থিতি আমার শরীরের উপরে প্রভাব ফেলতে পারে ।"

যদিও থালাইভার এই সিদ্ধান্ত খুশি হননি কমল হাসান । আসলে রজনীকান্ত নতুন দল গঠন করলে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর সঙ্গে জোট করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি । তাই "আশাহত" হয়ে তিনি বলেন, "রাজনৈতিক প্রচারের কাজ শেষ করেই আমি ফের রজনীকান্তের সঙ্গে দেখা করব একজন অনুরাগী হিসেবে । আমি খুবই আশাহত হয়েছি । কিন্তু, তাঁর শরীর আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ । তিনি সুস্থ ও নিরাপদে থাকুন ।"

রজনীকান্তের রাজনীতিতে যোগ না দেওয়া প্রসঙ্গে বিজেপি নেতা সিটি রবি বলেন, "রজনীকান্ত খুব বড় মাপের একজন নেতা । আমরা ওঁকে সম্মান করি । তাঁর যে ক্ষমতা রয়েছে সেটা আমরা ভালোই জানি । সব সময় তিনি তামিলনাড়ুর পাশে দাঁড়িয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.