Golondaaj: বাংলাদেশে মুক্তি পেল দেবের 'গোলন্দাজ'

author img

By

Published : Nov 19, 2021, 7:21 PM IST

Dev's film Golondaaj released in Bangladesh

এবার ওপার বাংলায় পাড়ি জমাল দেব (Dev) অভিনীত বাংলা ছবি 'গোলন্দাজ' (Golondaaj)। আজ বাংলাদেশে (Bangladesh) মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি ৷

কলকাতা, 19 নভেম্বর: বাংলাদেশে (Bangladesh) পাড়ি দিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ও দেব (Dev) অভিনীত বাংলা ছবি 'গোলন্দাজ' (Golondaaj)। শুক্রবারই বাংলাদেশে মুক্তি পেল এই ছবি ।

ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে নির্মিত বাংলা ছবি 'গোলন্দাজ'কে ভালোবেসেছে এপার বাংলার দর্শক । এবার সেই ছবি পাড়ি দিল ওপারে । প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে দেব অভিনীত 'গোলন্দাজ' ।

এসভিএফ প্রযোজিত 'গোলন্দাজ' একটি ঐতিহাসিক কথাসাহিত্য ৷ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর গল্প আমাদের 1800 শতাব্দীতে নিয়ে যায় । ভারতীয় ফুটবল সংস্কৃতি গঠনে এবং 1892 সালের ট্রেডস কাপে ব্রিটিশদের বিরুদ্ধে নগেন্দ্রপ্রসাদের বীরত্বপূর্ণ জয়ের উপর আলোকপাত করে এই ছবির নির্মাণ ।

আরও পড়ুন: Bollywood on Farm Laws: "শিক্ষা নিক ভবিষ্যতের সরকার", কৃষি আইন প্রত্যাহারে খুশি বলিউড

প্রসঙ্গত, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেব তাঁর অভিনয় জীবনের সেরাটা দিয়েছেন বলে বিশ্বাস প্রযোজনা সংস্থার । অন্যান্য চরিত্রগুলিও বেশ সাড়া ফেলেছে দর্শকমনে । যেমন অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, জন ভট্টাচার্য, অ্যালেক্স ও'নেল, ইন্দ্রাশিস রায় এবং শ্রীকান্ত আচার্য প্রমাণ করেছেন নিজেদের দক্ষতা ।

আরও পড়ুন: Yash Nusrat: 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-র মহরতে যশ-নুসরত

ভারতে 'গোলন্দাজ' ব্যবসায়িক সাফল্য এনে দিয়েছে । লক্ষ্মীর কৃপা মিলেছে প্রযোজনা সংস্থার । এবার লড়াই বাংলাদেশে । সেখানে টিম 'গোলন্দাজ' কেমন কামাল দেখায় সেটাই দেখার ।

আরও পড়ুন: IFFI : মার্কিন ও হাঙ্গেরির চিত্রনির্মাতাকে সত্যজিৎ রায় পুরস্কার, বিশেষ সম্মান হেমা-প্রসূনকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.