Aryan Khan: মুক্তি মিলবে আরিয়ানের ? আজ মুম্বইয়ের আদালতে জামিনের আবেদনের রায়

author img

By

Published : Oct 20, 2021, 10:42 AM IST

Aryan Khan Drug Case: Shah Rukh Khan's son's bail plea order to be heard today by mumbai court

মাদক মামলায় (Drug Case) শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদনের (Bail Plea Order) শুনানি রয়েছে আজ ৷ মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে (Special NDPS Court) হবে শুনানি ৷

মুম্বই, 20 অক্টোবর: আজ কি মুক্তি পাবেন বলিউডের মেগাস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে মুম্বইয়ের আনাচে কানাচে ৷ মাদক মামলায় (Drug Case) এনসিবি-র হাতে গ্রেফতার হওয়া আরিয়ানের জামিনের আবেদনের রায়ের (Bail Plea Order) শুনানি আজ মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে (Special NDPS Court) হওয়ার কথা ৷

এর আগে, গত 14 অক্টোবর শুনানি হয় এই মামলার ৷ জামিনের আবেদনের প্রেক্ষিতে নির্দেশ রিজার্ভ রাখে আদালত ৷ বিচারক ভিভি পাতিল জানিয়ে দেন, দশেরা উৎসবের কারণে মামলার পরবর্তী শুনানি হবে 20 অক্টোবর ৷ মুম্বইয়ের স্পেশাল দায়রা আদালতের বিচারক ভিভি পাতিলের এজলাসে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি চলছে ৷ শেষ দিন আদালতে হাজির ছিলেন আরিয়ানের আইনজীবী অমিত দেশাই এবং সতীশ মানেশিণ্ডে ৷ তাঁরা আদালতে বলেন, ওই ক্রুজে মাদক পার্টি চলাকালীন আরিয়ান সেখানে ছিলেন না, তিনি মাদক নেননি এবং তাঁর থেকে মাদক উদ্ধারও হয়নি ৷ পাল্টা তদন্তকারী সংস্থা এনসিবি'র আইনজীবীরা বলেন, তদন্তকারীরা দিনরাত পরিশ্রম করছেন এই মামলার তদন্তের জন্য ৷ তাই এখন আরিয়ান ছাড়া পেলে এই মামলা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে ৷

আরও পড়ুন: Aryan Khan : এখনই ছাড়া পাচ্ছেন না শাহরুখ-পুত্র, 20 অক্টোবর জামিনের আবেদনের রায়

মুম্বই-গোয়ার তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকেও গ্রেফতার করা হয়েছিল ৷ এছাড়াও মুনমুন ধামেচা, ইসমীত সিং, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া, নূপুর সতিজা ও বিক্রান্ত ছোকারকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷

আরও পড়ুন : Kiran Gosavi : আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

জানা গিয়েছে, আরিয়ান খানের নিরাপত্তা আরও জোরদার করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তাঁকে স্পেশাল ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর ৷ প্রতিনিয়ত তাঁর উপর নজরদারি রাখছেন আধিকারিকরা ৷ সম্প্রতি জানা গিয়েছে, এনসিবি-র কাউন্সেলিং সেশনে আরিয়ান বলেছেন যে তিনি ভবিষ্যতে নিজেকে একেবারে বদলে ফেলবেন ৷ আর্তের সেবা করবেন ৷ তাঁর আচরণে গর্বিত হবে এনসিবি ৷ কাউন্সেলিং চলাকালীন এনসিবি আধিকারিককে আরিয়ান বলেন, এ বার থেকে সমাজের মঙ্গলের জন্য কাজ করবেন ৷ সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজেকে ডুবিয়ে দেবেন ৷

আরও পড়ুন: Aryan Khan : আর সব অভিযুক্তের মতোই আরিয়ানকেও কাউন্সেল করা হচ্ছে, জানালেন সমীর ওয়াংখেড়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.