Aryan Khan : জামিনের শর্ত মেনে এনসিবির অফিসে হাজিরা আরিয়ানের

author img

By

Published : Nov 5, 2021, 1:09 PM IST

Updated : Nov 5, 2021, 1:59 PM IST

Aryan Khan appears before Narcotics Control Bureau, to mark his weekly presence as directed by court

জামিনের শর্ত মেনে আজ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সামনে হাজিরা দিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ৷

মুম্বই, 5 নভেম্বর : জামিন পাওয়ার পর আজ প্রথম শুক্রবার ৷ জামিনের শর্ত মেনে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সামনে হাজিরা দিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ৷ তাঁকে প্রতি শুক্রবার করে বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে এনসিবি-র সামনে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট ৷

সেই নির্দেশ মেনে আজ বেলা 11.30টা নাগাদ বান্দ্রার বাড়ি থেকে বেরোন আরিয়ান ৷ একটি সাদা গাড়িতে চেপে তিনি রওনা দেন এনসিবি অফিসের দিকে ৷ তাঁর পরনে ছিল টি-শার্ট, জিনস ও উজ্জ্বল হলুদ জ্যাকেট ৷ সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের ভিড় এড়িয়ে আরিয়ানকে এনসিবি-র অফিসে পৌঁছে দেন তাঁর দেহরক্ষী ও নিরাপত্তা কর্মীরা ৷

মাদক মামলায় প্রমোদতরী থেকে গ্রেফতার হওয়ার পর তিন সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে জামিনে মুক্তি পেয়েছেন আরিয়ান খান ৷ 22 দিন তাঁকে কাটাতে হয়েছে আর্থার রোড সংশোধনাগারে ৷ দু'বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বম্বে হাইকোর্ট শর্তসাপেক্ষে আরিয়ানের জামিন মঞ্জুর করে ৷ দীপাবলি ও শাহরুখ খানের জন্মদিনের আগে এই খবর খুশির হাওয়া বয়ে আনে তাঁর বাড়ি মন্নতে ৷ নিজে জেলে গিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন কিং খান ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানকে মাদক সরবরাহের হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ যথেষ্ট নয়: আদালত

জামিন মঞ্জুর করলেও শুক্রবার করে এনসিবি-র অফিসে হাজিরা দেওয়া ছাড়াও বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে আদালত ৷ আরিয়ানের জামিনে মোট 14টি শর্ত দিয়েছে বম্বে হাইকোর্ট ৷ পুলিশকে না-জানিয়ে মুম্বই ছাড়তে পারবেন না শাহরুখ-পুত্র ৷ তাঁকে প্রতি শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে এনসিবি-র অফিসে গিয়ে হাজিরা দিতে হবে ৷ আদালতের শুনানিতে ও তদন্তের প্রয়োজনে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ আরিয়ানকে তাঁর পাসপোর্ট জমা দিতে হয়েছে এবং এক লাখ টাকার ব্যক্তিগত বন্ড দিতে হয়েছে ৷ এ ছাড়াও দেশ ছেড়ে কোথাও না-যাওয়া, একই ধরনের ঘটনায় জড়িয়ে না-পড়া, তাঁর বন্ধু আরবাজ-সহ অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ না-করা ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা না-বলার নির্দেশ দেওয়া হয়েছে আরিয়ানকে ৷ জামিনের এই শর্তগুলির মধ্যে কোনও একটি লঙ্ঘন করা হলে, এনসিবি স্টারকিডের জামিন বাতিলের আবেদন জানাতে পারবে বলে জানিয়েছে হাইকোর্ট ৷

আরও পড়ুন: Aryan Khan: সিম্বা রিটার্নস ! আরিয়ান ঘরে ফেরায় সেলিব্রেশনের মুডে ভক্ত-সেলেব

Last Updated :Nov 5, 2021, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.