FIR filed against Kangana : শিখ ধর্মের ভাবাবেগে আঘাত, ফের এফআইআর দায়ের কঙ্গনার নামে

author img

By

Published : Nov 23, 2021, 9:12 PM IST

FIR filed against Kangana

গত 20 নভেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষি আইন বিল প্রত্য়াহার ঘোষণার পরদিন ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির (Indira Gandhi) নাম না করেই খালিস্তানি জঙ্গিদের কথা টেনে আনেন ৷ অভিনেত্রী লেখেন, যাঁরা দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন, তাঁদের তিনি পিষে দিয়েছিলেন ৷

মুম্বই, 23 নভেম্বর : দিনকয়েক আগে তৃতীয়বারের জন্য় জাতীয় পুরস্কারে (National Award) সম্মানিত হয়েছেন তিনি, জুটেছে পদ্মশ্রী (Padma Shri) সম্মান৷ তবে অভিনয়ের পাশাপাশি বিতর্কে থাকাটাও বরাবরের পছন্দ কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) ৷ ভারতবর্ষের স্বাধীনতা ইস্য়ুতে দিনকয়েক আগে তাঁর মন্তব্য়ে ঝড় উঠেছিল দেশে ৷ এবার 'কুইন' অভিনেত্রীর নামে মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে দায়ের হল এফআইআর (FIR) ৷

অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্য়মে কঙ্গনার করা একটি পোস্ট শিখ ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগে আঘাত করেছে (Kangana Ranaut hurts Sikh sentiments) ৷ ঘটনায় অমরজিৎ সিং সান্ধু নামে এক ব্য়ক্তি মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে অভিনেত্রীর নামে এফআইআর করেছেন বলে খবর (FIR filed against Kangana) ৷ ভারতীয় দন্ডবিধির 295A ধারায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে অভিযুক্ত করা হয়েছে সেখানে ৷

গত 20 নভেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষি আইন বিল প্রত্য়াহার ঘোষণার পরদিন ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির (Indira Gandhi) নাম না করেই খালিস্তানি জঙ্গিদের কথা টেনে আনেন ৷ অভিনেত্রী লেখেন, যাঁরা দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন, তাঁদের তিনি পিষে দিয়েছিলেন ৷ কঙ্গনার ভাষায়, "আজ হয়তো খালিস্তানি জঙ্গিরা সরকারের হাত মুচড়ে দিয়েছে, কিন্তু একজন মহিলাকে ভুলবেন না ৷ একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, যিনি এঁদের জুতোর নীচে পিষে দিয়েছিলেন ৷"

আরও পড়ুন : Kangana Ranaut : খালিস্তানি জঙ্গির সঙ্গে কৃষকদের তুলনা, কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কঙ্গনার বিরুদ্ধে এই এফআইআর দায়ের ৷ তবে একই ইনস্টাগ্রাম স্টোরির কারণে আগেও বিপাকে পড়েছেন মণিকর্ণিকা অভিনেত্রী ৷ 21 নভেম্বর তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন দিল্লি শিখ গুরুদ্বার পরিচালন কমিটির সভাপতি মনজিন্দর সিং সির্সা ৷ কঙ্গনার পদ্মশ্রী সম্মানও কেড়ে নেওয়ার দাবি তুলেছিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.