জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মমতা ! সরাসরি দেখুন ইটিভি ভারতে
বাঙালির বারো মাসে তেরো পার্বণ । দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন আরও এক বড় উৎসব-জগদ্ধাত্রী পুজোর ৷ বাংলা মাস অনুযায়ী অগ্রহায়ণ মাসের চার তারিখে । বাংলা পঞ্জিকা অনুসারে, অক্ষয় নবমী ব্রত । পার্বতীরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী। প্রত্যেক বছর ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয় পোস্তায় । ব্যবসায়ীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পুজোয় আমন্ত্রণ জানান । থাকেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এছাড়াও থাকেন অরূপ রায় ও স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও । প্রত্যেক বছর নিয়ম করে পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতো এবারও পোস্তায় পুজোর উদ্বোধনে এসেছেন মুখ্যমন্ত্রী । পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন সরাসরি দেখুন ইটিভি ভারতে...
Loading...