নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনায় মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
শুরু হল দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এদিন সূচনা হয় সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের ৷ রাজ্যে ক্ষমতায় আসার পর বাংলা শিল্প টানার উদ্দেশ্যে প্রতিবছন নিয়ম করে এই আন্তর্জাতিক সম্মেলন করে থাকে রাজ্য ৷ বাণিজ্যের এই মেগা শোয়ের মঙ্গলবারই প্রথম দিন ৷ এরপর দ্বিতীয় দিনের অনুষ্ঠান অর্থাৎ বুধবারের অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে । দু'দিনের এই বাণিজ্য সম্মেলনে কুড়িটি দেশ অংশ নেবে বলে জানা গিয়েছে । আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং দেশ ও রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা । এই শিল্প সম্মেলন থেকেই আগামী দিনে মোটা অঙ্কের লক্ষ্মী লাভের স্বপ্ন দেখছে রাজ্য। এই সম্মেলনে রিলায়েন্স, হিরাননদানি, আইটিসি, জিন্দাল গোষ্ঠী, গোয়েঙ্কাদের মতো শিল্পগোষ্ঠীর কর্তারা উপস্থিত থাকছেন ৷ এবারের এই সম্মেলনের পার্টনার কান্ট্রি লুক্সেমবার্গ ৷ এই দেশটি থেকে আসছে 18 জনের একটি প্রতিনিধি দল ৷ এবারের সম্মেলনে বিশেষ অতিথি আফগানিস্তানের প্রাক্তন শিক্ষামন্ত্রী রাঙ্গিনি হামিদি ৷ এই সম্মেলনের দিকে নজর রয়েছে রাজ্যবাসীরও ৷
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের বাইরে এদিন অ্যানেক্স বিল্ডিংয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মুকেশ আম্বানি । অ্যানেক্স বিল্ডিংয়ের উদ্বোধনের পর গোটা ভবনটিতে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কয়েকজন শিল্পপতির সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।