Arrest Warrant Against Putin: আন্তর্জাতিক আদালতের পরোয়ানা মূল্যহীন ! জানিয়ে দিল রাশিয়া

author img

By

Published : Mar 18, 2023, 1:24 PM IST

Moscow claims ICC Arrest Warrant Against Vladimir Putin has No Meaning for Russia

ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (International Criminal Court) যে গ্রেফতারি পরোয়ানা (ICC Arrest Warrant Against Vladimir Putin) জারি করেছে, তাকে এতটুকুও গুরুত্ব দিতে নারাজ রাশিয়া ৷ মস্কোর বক্তব্য, রাষ্ট্র হিসাবে রাশিয়ার কাছে এই পরোয়ানার কোনও মূল্য নেই (No Meaning) !

মস্কো, 18 মার্চ: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (International Criminal Court) যে গ্রেফতারি পরোয়ানা (ICC Arrest Warrant Against Vladimir Putin) জারি করেছে, তার কোনও গুরুত্বই মস্কোর কাছে নেই ৷ কারণ, 2016 সালে আইসিসি চুক্তি (ICC Treaty) থেকে বেরিয়ে এসেছে রাশিয়া ৷ তাই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের কোনও নির্দেশ রাষ্ট্র হিসাবে রাশিয়ার উপর খাটে না ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন রুশ বিদেশ মন্ত্রকের অন্যতম মুখপাত্র মারিয়া জাখারোভা ৷

মারিয়াকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "রাশিয়া আইসিসির সদস্য দেশ নয় ৷ তাই আইসিসির কাছে রাশিয়ার কোনও দায়বদ্ধতাও নেই ৷ এই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে রাশিয়া কোনও সহযোগিতা করে না ৷ আন্তর্জাতিক ফৌজদারি আদালত যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, রাশিয়ার কাছে তার কোনও মূল্য নেই (No Meaning) ৷"

এর আরও এক ধাপ উপরে গিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা দেশের নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্য়ান দিমিত্রি মেদভেদেভ ৷ তাঁর মতে, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের এই গ্রেফতারি পরোয়ানা টয়লেট পেপারের সমতুল্য ! বিষয়টি নিয়ে একটি টুইট করেন দিমিত্রি ৷ তিনি লেখেন, "আন্তর্জাতিক ফৌজদারি আদালত ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ৷ এই কাগজ যে কোথায় ব্যবহার করা উচিত, তার ব্যাখ্যা করার কোনও প্রয়োজন নেই (এর সঙ্গে টয়লেট পেপারের একটি ইমোজি জুড়ে দিয়েছেন দিমিত্রি) ৷"

আরও পড়ুন: 'ইউক্রেন হামলায় দায়ী', পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক আদালতের

প্রসঙ্গত, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং যুদ্ধ চালিয়ে যাওয়াতেই পুতিনের বিরুদ্ধে মামলা রুজু হয় আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ৷ সেই মামলায় দোষী সাব্যস্ত হন পুতিন ৷ তাঁকে যুদ্ধাপরাধী বলে রায় দেয় আদালত ৷ ইউক্রেনের যুদ্ধে নারী, শিশু-সহ অসংখ্য মানুষের মৃত্যুর দায় বর্তায় পুতিনের উপর ৷ এমনকী, ইউক্রেনের দখল করা অংশগুলি থেকে শিশু ও নাবালকদের বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনাতেও দোষী সাব্যস্ত হন পুতিন ৷ তার জন্যই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.