New Zealand PM to Step Down: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন জাসিন্ডা আর্ডান

author img

By

Published : Jan 19, 2023, 12:28 PM IST

Jacinda Ardern to step down as New Zealand Prime Minister

পদ ছাড়ার কথা ঘোষণা করলেন নিউজিল্য়ান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান (Jacinda Ardern to step down as New Zealand Prime Minister) ৷ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন তিনি ?

ওয়েলিংটন, 19 জানুয়ারি: কুর্সি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নিউজিল্য়ান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান (Jacinda Ardern to step down as New Zealand Prime Minister) ৷ বৃহস্পতিবার তাঁর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জাসিন্ডা ৷ করোনা অতিমারি হোক, কিংবা দেশের উপর হওয়া এখনও পর্যন্ত সবথেকে বর্বরোচিত বন্দুকবাজের হামলা, জাসিন্ডা সবকিছুই সামলেছেন অত্যন্ত দক্ষতা এবং সহানুভূতির সঙ্গে ৷ প্রধানমন্ত্রী পদে থেকে তাঁর নেতৃত্ব নজর কেড়েছে গোটা বিশ্বের ৷ কিন্তু, তারপরও নিজের দেশে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে জাসিন্ডাকে ৷ এই প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রী পদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি ৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবসরের কথা ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জাসিন্ডা ৷ জানান, আগামী 7 ফেব্রুয়ারি শেষবারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন তিনি ! জাসিন্ডা বলেন, "প্রধানমন্ত্রীর এই কার্যালয়ে আমি আমার ষষ্ঠ বছর শুরু করতে চলেছি ৷ এবং এই প্রত্যেকটি বছরে আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি ৷" এদিন একইসঙ্গে জাসিন্ডা জানিয়েছে, চলতি বছরের 14 অক্টোবর নিউজিল্য়ান্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ অর্থাৎ, ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে না থাকলেও নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে নিজের দায়িত্ব পালন করে যাবেন জাসিন্ডা ৷

আরও পড়ুন: আর্থিক মন্দার কোপ ! 11 হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগামী 8 ফেব্রুয়ারি থেকে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত ও নিযুক্ত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব কে সামলাবেন ? তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছুই জানানো হয়নি ৷ এদিকে, ইতিমধ্যেই জাসিন্ডার ডেপুটি গ্র্যান্ট রবার্টসন ঘোষণা করেছেন, লেবার পার্টির নেতা নির্বাচনের ভোটাভুটিতে তিনি নামছেন না ৷ অর্থাৎ, বর্তমান উপপ্রধানমন্ত্রীর এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী পদে উন্নীত হওয়ার কোনও সম্ভাবনা নেই ৷ তাহলে জাসিন্ডার শূন্যস্থান কে পূরণ করবেন ? এই প্রশ্নের উত্তর আপাতত অধরা ৷

জাসিন্ডা জানিয়েছেন, এতদিন ধরে তিনি যে দায়িত্ব পালন করে আসছেন, তা যতটা সম্মানের, ততটাই চ্যালেঞ্জের ৷ জাসিন্ডা মনে করেন, এই পদে থেকে কাজ করতে গেলে কিছু সীমাবদ্ধতা মেনে চলতে হয় ৷ কিন্তু, তিনি আর সেটা করতে রাজি নন ৷ তাই, আর প্রধানমন্ত্রী পদে থাকতে চান না ৷ তাঁর এই সিদ্ধান্ত নিউজিল্য়ান্ডের অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি এবং সমাজকে কীভাবে প্রভাবিত করে সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.