Fire Incident in China: চিনের হেনান প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 36

author img

By

Published : Nov 22, 2022, 10:13 AM IST

Fire Incident

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 36 জন মারা গিয়েছেন ৷ সোমবার একটি রাসায়নিক কোম্পানির গুদামে আগুন লাগে (Fire in China Henan Province) ৷

বেজিং, 22 নভেম্বর: একটি রাসায়নিক কোম্পানিতে আগুন লেগে কমপক্ষে 36 জনের মৃত্যু হয়েছে ৷ ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি ঘটেছে মধ্য চিনের হেনান প্রদেশে ৷ পাশাপাশি দু'জন জখম হয়েছেন এবং বাকি দু'জনের খোঁজ মিলছে না ৷ মঙ্গলবার একটি বিবৃতিতে এই খবর জানিয়েছে আনইয়াং শহরের প্রশাসন ৷ স্থানীয় সময় সোমবার বিকেল 4টে নাগাদ আগুন লাগে ৷ ওয়েনফাং জেলা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, 4 ঘণ্টা সময় লেগেছে আগুন নেভাতে ৷

চিনের শিল্পাঞ্চলে এ ধরনের আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে ৷ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং আধিকারিকদের মধ্যে দুর্নীতির এর জন্য দায়ী ৷ এই ঘটনার কারণ নিয়ে কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন: মালের পরিযায়ী শ্রমিক আবাসে বিধ্বংসী আগুন, মৃত 9 ভারতীয়

সূত্রে জানা গিয়েছে, বিশেষ ভাবে উৎপাদিত রাসায়নিকের পাইকারি বিক্রেতা ছিল ওই কোম্পানি ৷ এর আগে 2015 সালে একটি ভয়াবহ বিস্ফোরণ হয় উত্তরের বন্দর শহরের একটি গুদামে৷ সেবার 173 জনের মৃত্যু হয়েছিল ৷ তাঁদের মধ্যে বেশির ভাগ দমকলবাহিনীর কর্মী এবং পুলিশ আধিকারিক ছিলেন ৷ দুর্ঘটনায় দেখা যায়, রাসায়নিকগুলির নথিভুক্তিকরণ ভুয়ো৷ স্থানীয় প্রশাসনের মদতে বিপদের ঝুঁকি নিয়ে সেগুলি মজুত করা ছিল ৷

দু'শোরও বেশি উদ্ধারকারী কর্মী এবং 60 জন দমকলবাহিনীর কর্মী হেনানে আগুন নেভাতে এসেছিলেন ৷ খুব ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই প্রদেশে এর আগেও বহুবার মারাত্মক দুর্ঘটনা ঘটেছে ৷ তাতে স্থানীয় প্রশাসনিক আধিকারিকেরা গ্রেফতারও হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.