Chinese President Talks With Army: পূর্ব লাদাখ সীমান্তে চিনা সেনার সঙ্গে কথা জিনপিংয়ের, কথা যুদ্ধ প্রস্তুতি নিয়ে

Chinese President Talks With Army: পূর্ব লাদাখ সীমান্তে চিনা সেনার সঙ্গে কথা জিনপিংয়ের, কথা যুদ্ধ প্রস্তুতি নিয়ে
সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পূর্ব লাদাখ সীমান্তে চিনা সেনার সঙ্গে কথা বলেন শি জিনপিং (Chinese President in talk with army) ৷ নেন যুদ্ধ প্রস্তুতির খবর ৷
বেজিং, 20 জানুয়ারি: ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে গত কয়েক মাস ধরে উদ্ভুত পরিস্থিতির মধ্যেই পূর্ব লাদাখ সীমান্তে নিযুক্ত চিনা সেনার সঙ্গে কথা বললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping) ৷ শুক্রবার প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, খুব সম্প্রতি চিনা প্রেসিডেন্ট জিনপিং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে লাদাখ সীমান্তে প্রহরারত লাল ফৌজের সঙ্গে কথা বলেন ৷ চিনের সেনা অর্থাৎ পিএলএ (পিপলস লিবারেশন আর্মি)-এর সদর দফতরে গিয়ে এই শি জিনপিং এই ভিডিয়ো বার্তায় যোগ দেন বলে খবর (Chinese Army PLA)৷
জানা গিয়েছে, সীমান্তের বর্তমান অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি সেনা বাহিনীর প্রস্তুতি নিয়েও প্রশ্ন করেন তিনি ৷ কোনও জটিল পরিস্থিতি তৈরি হলে লাল ফৌজ প্রতিপক্ষকে জবাব দিতে কতটা প্রস্তুত সেই বিষয়টিও খতিয়ে দেখেন তিনি ৷ উল্লেখ্য, চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জেনারাল সেক্রেটারি পদেও রয়েছেন শি জিনপিং ৷ এছাড়াও দেশের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তিনি চিনা সেনার কমান্ডার-ইন-চিফ পদেও রয়েছেন ৷
আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন জাসিন্ডা আর্ডান
জানা গিয়েছে, পূর্ব লাদাখ সীমান্তে প্রহরারত চিনা সেনার সঙ্গে এই আলাপচারিতায় বেশকিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন জিনপিং ৷ গত 10 বছর ধরে এই অংশে কীভাবে মাঝে মাঝেই পরিস্থিতির বদল হয়েছে ও তা সেনাকে প্রভাবিত করেছে তা মনে করিয়ে দিয়েছেন চিনের প্রেসিডেন্ট ৷ জিনপিংয়ের প্রশ্নের জবাবে এক সেনা কর্তা জানিয়েছেন, সীমান্তে কড়া নজরদারি চলছে 24 ঘণ্টা ধরেই ৷
সীমান্তে কড়া প্রহড়া ও নিরাপত্তার সঠিক ব্যবস্থার উপরেও জোর দিয়েছেন চিনের প্রেসিডেন্ট ৷ উল্লেখ্য, 2020 সালের 5 মে ভারত ও চিনা সেনার সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব লাদাখ সীমান্ত ৷ প্যাংগঙ্গ লেক সংলগ্ন এলাকায় সেই সংঘর্ষে রক্ত ঝড়েছিল দুই দেশের সেনারই ৷ যদিও চিনা সেনার তরফে ওই ঘটনায় তাদের ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি ৷
