China Constructs New Dam: তিব্বতের নদীতে নতুন বাঁধ দিচ্ছে চিন ! উপগ্রহের ছবিতে উদ্বেগ

China Constructs New Dam: তিব্বতের নদীতে নতুন বাঁধ দিচ্ছে চিন ! উপগ্রহের ছবিতে উদ্বেগ
তিব্বতের মাবজা জাংবো নদীর উপর বাঁধ তৈরি করছে চিন (China Constructs New Dam on Mabja Zangbo River) ৷ ঘটনায় চিন্তা বাড়ল ভারতের ৷
নয়াদিল্লি, 22 জানুয়ারি: আবার নদীবক্ষ বাঁধার কাজ শুরু করল চিন ! কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবি বলছে, তিব্বতের মাবজা জাংবো নদীর উপর বাঁধ তৈরি করছে তারা (China Constructs New Dam on Mabja Zangbo River) ৷ প্রশাসনিক সূত্রের দাবি, উত্তরাখণ্ডের কালাপানি অঞ্চলের ঠিক উলটো দিকে এই নদীবাঁধ তৈরি করা হচ্ছে ৷
গত 19 জানুয়ারি দামিয়েন সাইমন নামে এক ব্যক্তি নির্মীয়মাণ ওই বাঁধের একাধিক ছবি টুইটারে পোস্ট করেন (Damien Symon Tweets Satellite Pictures of Under Construction Dam) ৷ সূত্রের দাবি, দামিয়েন একজন পেশাদার ব্যক্তি ৷ কাজ করেন ইন্টেলের গবেষণাগারে ৷ তাঁর গবেষণার বিষয়, ভূ-রাজনৈতিক গোপন তথ্য ও এই সংক্রান্ত তদন্ত ৷
আরও পড়ুন: পূর্ব লাদাখ সীমান্তে চিনা সেনার সঙ্গে কথা জিনপিংয়ের, কথা যুদ্ধ প্রস্তুতি নিয়ে
সংশ্লিষ্ট টুইটে দামিয়েন লিখেছেন, "2021 সালের প্রথম থেকে মাবদা জাংবো নদীর উপর এই বাঁধ তৈরির কাজ শুরু করেছে চিন ৷ এর মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে ত্রিমুখী আন্তর্জাতিক সীমান্ত ৷ সেই সীমান্ত ভারত ও নেপালের সঙ্গে চিনের এলাকা বিভাজন নির্দিষ্ট করেছে ৷ একবার এই বাঁধ তৈরির কাজ শেষ হয়ে গেলে এই এলাকায় নদীর জলস্তরের পরিমাণ নির্ধারণ করার রাশ চলে যাবে চিনের হাতে ৷"
বিষয়টি প্রকাশ্যে আসার পরই ঘুম উড়েছে ভারতের প্রশাসনিক মহলের ৷ কারণ, হিসাব বলছে, এই বাঁধ তৈরি হলে চিন শুধুমাত্র ওই এলাকায় নদীর জলস্তরই কেবল নির্ধারণ করতে পারবে, তা নয় ৷ একইসঙ্গে নবনির্মিত এই বাঁধ তারা সামরিক ঘাঁটি তৈরির জন্যও ব্যবহার করতে পারবে ৷ এমনকী, চিন চাইলে বাঁধের সাহায্যে নদীর গতিপথও পালটে দিতে পারে ৷ তাতে সংশ্লিষ্ট এলাকার মানুষ ভয়ঙ্কর বিপদে পড়বে ৷ কারণ, স্থানীয় বাসিন্দারা পানীয় জল-সহ দৈনন্দিন সমস্ত কাজের জন্যই মাবজা জাংবো নদীর উপর নির্ভরশীল ৷
প্রসঙ্গত, মাবজা জাংবো নদীটি সৃষ্টি হয়েছে তিব্বতের অন্তর্গত হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে ৷ পরবর্তীতে অরুণাচলপ্রদেশ হয়ে এই নদীটি ভারতে প্রবেশ করেছে ৷ তারপর অসম ও বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পড়েছে নদীটি ৷
