Bangladesh Temple Attacked : বাংলাদেশে মন্দিরে হামলার অভিযোগ, হিংসায় মৃত 3

author img

By

Published : Oct 14, 2021, 4:54 PM IST

Bangladesh Temple Attacked

এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশবাসীকে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানানো হয়েছে ৷

ঢাকা, 14 অক্টোবর : দুর্গাপুজোর মধ্যেই বাংলাদেশের কুমিল্যায় একটি মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার পরে বৃহস্পতিবার হিংসা ছড়িয়েছে বাংলাদেশের বেশকিছু এলাকায় ৷ হিংসায় 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ গোটা ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করেছে বাংলাদেশ প্রশাসন ৷ আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে 22টি জেলায় ৷

আরও পড়ুন : Sree Bhumi Sporting Club Durga Puja : নবমী থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ শ্রীভূমির বুর্জ খলিফা

এছাড়াও হাজিগঞ্জের চাঁদপুর, চট্টোগ্রামের বাঁশখালি ও কক্সবাজারের পেকুয়াতেও বেশকিছু মন্দিরে হামলার অভিযোগ উঠেছে ৷ হিংসা নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় পুলিশ-প্রশাসনকেও হামলার মুখে পড়তে হয় বলে জানা গিয়েছে ৷

এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশবাসীকে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান হয়েছে ৷ বাংলাদেশের বিজিবি বাহিনীকে মোতায়েন করা হয়েছে 22 জেলায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.