Afghan Pop Star : তালিবানরা পাকিস্তানের মদতপুষ্ট, ভারত আমাদের প্রকৃত বন্ধু ; অকপট আরিয়ানা

author img

By

Published : Aug 24, 2021, 10:40 AM IST

Updated : Aug 24, 2021, 10:55 AM IST

আরিয়ানা সইদ

তিনি এখন দেশের বাইরে ৷ তিনি আরামে আছেন ৷ কিন্তু দেশের জন্য, বিশেষত আফগানিস্তানের মহিলাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মহিলা পপ-স্টার আরিয়ানা সইদ ৷ সব কিছুর জন্য তিনি খোলাখুলি পাকিস্তানকে দায়ী করেছেন ৷

আফগানিস্তান, 24 অগস্ট : এক সপ্তাহ হয়ে গিয়েছে আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান গোষ্ঠী ৷ আফগানিস্তানের মহিলা পপ-স্টার আরিয়ানা সইদ (Aryana Sayeed) দেশের বর্তমান সঙ্কট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ৷ বিশেষত মহিলাদের প্রতি তালিবানি শাসন নিয়ে তিনি চিন্তিত ৷ তালিবানরা কাবুল দখল করতেই পালিয়ে বেঁচেছিলেন আরিয়ানা ৷ তিনি নিরাপদেই রয়েছেন ৷ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানা সবকিছুর জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছেন ৷

আফগান-মহিলা প্রসঙ্গ

যে সব মহিলারা ঘরে বন্দি হয়ে রয়েছেন, তাঁদের নিয়ে আমি চিন্তিত ৷ তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ তাঁরা বাইরে বেরতে পারছেন না ৷ পুরুষ সঙ্গে না থাকলে রাস্তায় বেরতে পারবেন না একজন মহিলা, স্কুলে যেতে পারবে না মেয়েরা ৷ যদি আফগানিস্তানের ভবিষ্যৎ তালিবানদের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে আফগান মহিলাদের ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না ৷

কিন্তু পরিস্থিতি বুঝে আগেভাগে দেশ ছেড়ে পালিয়ে দিব্য আছেন তিনি ৷ তবু তাঁর হৃদয়ে রয়েছে দেশের লক্ষ লক্ষ মানুষ, বিশেষত মহিলারা ৷ "20 বছর আগে মহিলারা কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন, তা অবিশ্বাস্য ৷ তখন যেখানে ছিলাম, এখন একই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা", বললেন চিন্তিত আফগান পপ-স্টার ৷

কাঠগড়ায় পাকিস্তান

তবে তালিবানদের এই দখলের পিছনে পাকিস্তানের যোগসাজশ আছে ৷ তাদের ঘাঁটি পাকিস্তানে, সেখানেই তারা প্রশিক্ষণ নিয়েছে ৷ এই গোষ্ঠীকে প্রতিরোধ করতে হলে, প্রথমে পাকিস্তানের প্রতি সব রকম আর্থিক সাহায্য বন্ধ করা হোক ৷ যাতে পাকিস্তানের কাছে তালিবানকে সাহায্য করার মতো যথেষ্ট অর্থ না থাকে ৷

আমি বিশ্বাস করি আফগানিস্তানে এই সব কর্মকাণ্ডের জন্য পাকিস্তান দায়ী ৷ এখন আমরা সবাই জানি যে, তালিবানদের অর্থ দিয়ে পুষ্ট করে পাকিস্তান ৷ তবে আমি আশা করি, আফগানিস্তানে শান্তি ফেরাতে তারা বসে একটা সমাধানের রাস্তা খুঁজে বার করবে ৷ তারা পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করুক ৷

আমি বিশ্বাস করতে পারছি না, কয়েক দিনের মধ্যে তালিবানরা পুরো আফগানিস্তানের দখল নিয়ে নিল ৷ আমি আশা করি তারা (পাকিস্তান) পিছু হঠবে ৷ আর আফগানিস্তানের রাজনৈতিক বিষয়ে নাক গলাবে না ৷

এখন আর এর আগে বহু বছর ধরে, তালিবানকে গড়ে তোলার পিছনে পাকিস্তানের যোগ নিয়ে আমরা ভিডিয়ো আর অন্য প্রমাণ পেয়েছি ৷ প্রত্যেক বার আমাদের সরকার একজন তালিবকে ধরলে, এটা অবশ্যম্ভাবী যে তার পরিচয়পত্রটি পাকিস্তানের হবে, সে একজন পাকিস্তানি ৷

আরও পড়ুন : Taliban : পঞ্জশিরে খাবার-জ্বালানি প্রবেশে বাধা তালিবানের, বিপন্ন মানুষ ; টুইট আমরুল্লাহর

বন্ধুদেশ ভারত

ভারত আমাদের প্রতি সবসময় ভালো ব্যবহার করেছে ৷ তারা আমাদের প্রকৃত বন্ধু ৷ ভারতে থাকা আফগান শরণার্থীদের তারা সাহায্য করেছে ৷ এর আগে ভারত থেকে আসা কোনও আফগানের সঙ্গে যখনই কথা হয়েছে, তাঁরা ভারতের প্রশংসা করেছেন ৷ পুরো আফগানিস্তানের তরফ থেকে আমি ভারতকে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ বছরের পর বছর ধরে আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু ভারত, আমরা বুঝেছি ৷

আশরফ গনি

দেশের প্রেসিডেন্ট আশরফ গনি আফগানিস্তানকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে, যেভাবে দেশ ছেড়ে চলে গিয়েছেন, এটা খুব হতাশার ৷ একজন নেতা ছাড়া দেশের মানুষ, সামরিক বাহিনী কী করে লড়তে পারে ?

নিজের সঙ্গীত জীবন

আমি আফগানিস্তানে নেই ৷ তবে দেশের বাইরে থেকেও আমি স্বরহীন মানুষদের জন্য সোচ্চার হতে সব দিক দিয়ে চেষ্টা করব ৷ আফগানিস্তান, তার মানুষের জন্য আমরা কী করতে পারি, দেখব ৷ আফগানিস্তানের বাইরেও আমার কেরিয়ার রয়েছে ৷ আমি আমার কেরিয়ার চালিয়ে যাব ৷ সারা দুনিয়ায় বহু বহু মানুষ আমার ফলোয়ার ৷ আফগানিস্তান আর সেখানকার মানুষের জন্য যেমন গান গেয়ে এসেছি, তেমনই আমার বিশাল সঙ্গীত জীবনের জন্য আমি নিজেকে উৎসর্গ করব ৷

Last Updated :Aug 24, 2021, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.