Joe Biden Arrives in Brussels : ন্যাটোর জরুরি বৈঠক, ব্রাসেলসে পৌঁছলেন প্রেসিডেন্ট জো বাইডেন

author img

By

Published : Mar 24, 2022, 10:36 AM IST

Alexander De Croo welcomes Joe Biden in Brussels

ঠিক একমাস আগে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন ৷ আজ ন্যাটোর বৈঠকে যোগ দিতে ব্রাসেলসে গিয়েছেন বাইডেন (Joe Biden Arrives in Brussels) ৷

ব্রাসেলস, 24 মার্চ : ব্রাসেলস পৌঁছলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু (Alexander De Croo) ৷ এখানে ন্যাটোর সম্মেলন, জি-7 এবং ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠকে অংশগ্রহণ করবেন আমেরিকার প্রেসিডেন্ট (American President Joe Biden arrives in Brussels ahead of NATO, G7 and EU summits) ৷

  • Thank you Prime Minister @alexanderdecroo for the warm welcome in Brussels. I'm looking forward to our work together — with all our Allies and partners — this week as we continue responding to Putin’s war of choice in Ukraine. pic.twitter.com/oDsANcaZOr

    — President Biden (@POTUS) March 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানের এক মাস পূর্ণ হচ্ছে ৷ ফেব্রুয়ারি মাসে এই দিনে সকালে ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের কথা ঘোষণা করেন ৷ এরপর তাঁকে থামাতে বাইডেন বারবার একাধিক নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন ৷ কিন্তু নিষেধাজ্ঞা যত বেড়েছে, ততই বিধ্বংসী হয়েছে রুশ সেনার আক্রমণ ৷ খারকিভ, মারিউপোল, কিভের কিছু অংশ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ সামরিক অভিযানের কথা জানালেও জনবহুল এলাকায় আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র ৷ এর মধ্যে প্রায় 100 লক্ষ মানুষ ইউক্রেন ছেড়েছে ৷

আরও পড়ুন : Biden Urges for Indian Pilots : ইউক্রেনে ত্রাণ পাঠাতে ভারতের থেকে পাইলট চাইছেন বাইডেন !

পুতিনের আগ্রাসন থামাতে ন্যাটোর সদর দফতরে কি আরও কঠিন কিছু ঘোষণা করবেন বাইডেন ? তেমন ইঙ্গিতই দিয়েছেন তিনি বিমানে ওঠার আগে ৷ টুইট করে তিনি জানিয়েছেন, "আমি ইউরোপে যাচ্ছি ৷ ইউক্রেনকে সমর্থন জানানো নিয়ে সেখানে আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গে আলোচনা হবে ৷ এই যুদ্ধ বেছে নেওয়ার জন্য পুতিনকে গুরুতর অর্থনৈতিক মূল্য দিতে হবে ৷" ব্রাসেলসে প্রেসিডেন্ট ন্যাটো গোষ্ঠীর জরুরি ভিত্তিতে সম্মেলন, জি-7 এবং ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠকে অংশ নেবেন ৷

  • I’m on my way to Europe to rally the international community in support of Ukraine and ensure Putin pays a severe economic cost for his war of choice. pic.twitter.com/4UJpyitOko

    — President Biden (@POTUS) March 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজই হয়তো বাইডেন প্রশাসন রাশিয়া, রাশিয়ার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ধনকুবেরদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করতে পারেন ৷ মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে কি সমঝোতার পথে আসবে পুতিন ? নাকি পাল্টা উত্তর ভেবে রেখেছে রাশিয়ার প্রেসিডেন্ট ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.