Europe COVID Restrictions Protest : নতুন করে বিধিনিষেধে আপত্তি, হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল ইউরোপ

author img

By

Published : Nov 21, 2021, 4:34 PM IST

Fresh protests reported from Europe against COVID restrictions and mandatory vaccination

এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ৷ সংস্থার ইউরোপীয় বিভাগের দায়িত্বে থাকা হান্স ক্লুগে বলেন, ‘‘এই অঞ্চলে কোভিডে মৃত্যু ফের ফিরে এসেছে ৷ কী করলে তা ঠেকানো সম্ভব, তা জানি আমরা ৷ কোভিডকে হারাতে টিকাকরণ, মাস্ক খুবই জরুরি ৷’

অ্যামস্টারড্যাম, 21 নভেম্বর: কোভিড আক্রান্তের (COVID-19 Cases) সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । কিন্তু সামাজিক দূরত্ববিধি নিয়ে কড়াকড়িতে (COVID Restrictions) আপত্তি । তার জেরে নতুন করে বিক্ষোভ মাথাচাড়া দিচ্ছে ইউরোপে (Europe)। হল্যান্ডের অ্যামস্টারডাম, রটারড্যাম, হেগ, অস্ট্রিয়ার ভিয়েনা, ক্রোয়েশিয়ার জাগরেব, ইটালির রোম-সহ একাধিক জায়গায় বিক্ষোভ হিংসাত্মক আকারও ধারণ করেছে । তার জেরে ক্রমশ তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি । রাত 8টার পর রেস্তরাঁ, পানশালা খোলা রাখাও নিষিদ্ধ করা হয়েছে ৷

করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে দেখে গত শনিবার থেকে হল্যান্ডে আংশিক লকডাউন চলছে ৷ তাতেই ক্ষুব্ধ দেশের নাগরিকদের একাংশ ৷ বেশ কিছুদিন ধরেই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন তাঁরা ৷ কিন্তু শনিবার তা চরমে ওঠে ৷ হেগ শহরে একটি থানায় আগুন ধরিয়ে এলোপাথাড়ি বাজি ছুড়তে দেখা যায় স্থানীয়দের । থানার বাইরে রাখা সারি সারি সাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয় । কালো জ্যাকেটে মাথা পর্যন্ত ঢেকে তাণ্ডব চালান বিক্ষোভকারীরা ।

আরও পড়ুন: Climate Change: রোগের নাম ‘জলবায়ু পরিবর্তন’, প্রথম আক্রান্ত সত্তরের বৃদ্ধা

বিক্ষোভ চলাকালীন একটি অ্যাম্বুল্যান্সও ক্ষতিগ্রস্ত হয় ৷ পাথরের আঘাতে পাঁচ পুলিশকর্মী জখম হন বলে অভিযোগ । বন্ধ রাখতে হয় দু’টি ফুটবল ম্যাচ ৷ বিক্ষোভ হঠাতে রাতে সেখানে পুলিশ কুকুর নামানো হয় । লাঠিচার্জও করে পুলিশ । কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য শহরে সতর্কতা জারি করা হয়েছে । গ্রেফতার করা হয়েছে 7 জনকে । আবার রটারড্যামে বিক্ষোভ এতটাই চরমে ওঠে যে, গুলি পর্যন্ত চালাতে হয় পুলিশকে । তাতে তিন জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হন । বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ।

একই পরিস্থিতি অস্ট্রিয়ায় ৷ 2022-এর ফেব্রুয়ারি থেকে সেখানে টিকাকরণ বাধ্যতামূলক হয়ে যাচ্ছে ৷ কিন্তু তাতে আপত্তি দেশের নাগরিকদের একটা বড় অংশের ৷ তাঁদের দাবি, এতে ব্যক্তি স্বাধীনতা খর্ব করা হচ্ছে ৷ যে কারণে জাতীয় পতাকা হাতে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছেন কাতারে কাতারে মানুষ ৷ সোমবার থেকে যে 20 দিনের লকডাউনে যাচ্ছে দেশ, তার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান তাঁরা ৷ সরাসরি পুলিশের সঙ্গেও সঙ্ঘাতে জড়িয়ে পড়েন অনেকে ৷

আরও পড়ুন: Covaxin : কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটিশ সরকার

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব-এ আবার বাধ্যতামূলত টিকাকরণের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়েছে ৷ টিকাকরণের শংসাপত্র দেখিয়ে চাকরিতে যোগ দিতে হবে, এমন সরকারি নির্দেশের বিরুদ্ধে রোমেও রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ ৷ ফ্রান্স সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ নামাতে বাধ্য হয়েছে ৷ তবে তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ শনিবার ক্যারিবিয়ান আইল্যান্ড অব গুয়াদেলুপে দোকান-বাজারে দেদার লুঠতরাজ শুরু হয় ৷ একই সঙ্গে চলে ভাঙচুরও ৷

এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ৷ সংস্থার ইউরোপীয় বিভাগের দায়িত্বে থাকা হান্স ক্লুগে বলেন, ‘‘এই অঞ্চলে কোভিডে মৃত্যু ফের ফিরে এসেছে ৷ কী করলে তা ঠেকানো সম্ভব, তা জানি আমরা ৷ কোভিডকে হারাতে টিকাকরণ, মাস্ক খুবই জরুরি ৷’’ মানুষকে সাবধানতার প্রয়োজনীয়তা বোঝাতে সংশ্লিষ্ট দেশের সরকারকেই কার্যকরী পদক্ষেপ করতে হবে বলে মত তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.