Joe Biden Warns : সাইবার হামলার ছক কষছে রাশিয়া, মার্কিন সংস্থাগুলিকে সতর্কতা বাইডেনের

author img

By

Published : Mar 22, 2022, 2:51 PM IST

Russian cyberattacks

মার্কিন এবং মার্কিনজাত সংস্থাগুলিকে সতর্ক করার পাশাপাশি ডিজিটালি সমস্ত সংস্থার প্রবেশদ্বারে বজ্র আঁটুনির নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট (Biden warns US companies of potential Russian cyberattacks) ৷

ক্যালিফোর্নিয়া, 22 মার্চ : মিসাইল রকেট, ভ্যাকুম বম্ব, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনকে ঝাঁঝরা করে দেওয়ার পাশাপাশি সেদেশে সাইবার হামলাও জারি রেখেছে রাশিয়া ৷ ধ্বংস হয়ে যাচ্ছে সেদেশের বিভিন্ন সংস্থার একের পর এক সুরক্ষিত নথি ৷ ইউক্রেনে হামলার আবহেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও বড়সড় সাইবার হানার ছক কষছে হ্যাকিংয়ের পাওয়ার হাউস রাশিয়া ৷ যা উসকে দিতে পারে 2017 'নোটপেত্যা' ব়্যানসামওয়্যারের স্মৃতি ৷ তাই মার্কিন এবং মার্কিনজাত সংস্থাগুলিকে সতর্ক করলেন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden warns US companies of potential Russian cyberattacks) ৷ পাশাপাশি ডিজিটালি সমস্ত সংস্থার প্রবেশদ্বারে বজ্র আঁটুনির নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

ইউক্রেনের পাশাপাশি সাইবার হ্যাকিংয়ের পাওয়ারহাউস রাশিয়া প্রস্তুত হচ্ছে মার্কিন মুলুকে সাইবার হামলা চালানোর জন্যও ৷ গুপ্তচর বৃত্ত সংস্থাগুলোর থেকে এমন রিপোর্ট পেয়ে স্বভাবতই উদ্বিগ্ন বাইডেন ৷ মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ সাইবার নিরাপত্তা সহায়ক আনে নেউবার্গার হোয়াইট হাউস থেকে এ বিষয়ে সংবাদমাধ্যমকে একটি বিবৃতি প্রদান করেছেন সম্প্রতি ৷

সেখানে তিনিও বাইডেনের সুরেই আশঙ্কা প্রকাশ করেছেন ৷ তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে রাশিয়ার সাইবার হামলার কোনও গোয়েন্দা সতর্কতা নেই বলে জানিয়েছেন নেউবার্গার ৷ যদিও সফটওয়্যার সমস্যা সমাধানের জন্য বারংবার সতর্ক করা সত্ত্বেও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো তাতে কর্ণপাত না-করায় হতাশা গোপন করেননি তিনি ৷

আরও পড়ুন : পুতিনের সঙ্গে আলোচনায় রাজি, তা ব্যর্থ হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

তবে এ ঘটনা নতুন কিছু নয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কয়েকমাস আগেই জারি হয়েছিল এমন সতর্কতা ৷ যদিও বাইডেনের ঘোষণায় তা বাড়তি গুরুত্ব পাচ্ছে বলাই বাহুল্য ৷ 2017 'নোটপেত্যা' ব়্যানসামওয়্যারের কারণে 1 হাজার কোটি ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.