Afghanistan Situation : আশরাফ গনি থেকে তালিবানের শাসনে কাবুলের পরিস্থিতি অনেক ভাল, মত রাশিয়ার

author img

By

Published : Aug 17, 2021, 1:08 PM IST

situation-in-afghanistan-better-under-taliban-than-ghani-says-russia

কাবুলের পরিস্থিতি তালিবানের নিয়ন্ত্রণাধীনে অনেক বেশি ভাল রয়েছে ৷ এমনকি আশরাফ গনির শাসনের থেকে অনেক ভাল ৷ এমনটাই মন্তব্য করেছেন আফগানিস্তানে মোতায়েন রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ ৷

মস্কো (রাশিয়া), 17 অগস্ট : তালিবানের আফগানিস্তান (Afghanistan) দখল নিয়ে উল্টো সুর রাশিয়ার ৷ রাষ্ট্রপতি আশরাফ গনির (Ashraf Ghani) শাসনের থেকে তালিবানের (Taliban) দখলে কাবুলের প্রথমদিনের পরিস্থিতি অনেক বেশি ভাল বলে জানিয়েছেন আফগানিস্তানে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ (Dmitry Zirnov) ৷ কাবুলের প্রথমদিনের পরিস্থিতির উপর নির্ভর করে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে কাবুলের এক স্থানীয় সংবাদ মাধ্যম ৷

একহো মস্কভে রেডিয়ো স্টেশনে আফগানিস্তানে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘‘প্রথমদিন তালিবানের কাবুল দখলের উপর ভিত্তি করে আমি বিচার করছি ৷ ভাবমূর্তি খুবই ভাল ৷ আশরাফ গনির সময়ের থেকে তালিবান জঙ্গিদের আওতায় কাবুলের পরিস্থিতি এখন অনেক ভাল ৷’’

আরও পড়ুন : Indian Ambassador in Kabul : কাবুল থেকে ফিরছেন ভারতীয় রাষ্ট্রদূত, ঘোষণা বিদেশমন্ত্রকের

প্রসঙ্গত, গত রবিবার তালিবানরা কাবুলে প্রবেশের পরেই আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি দেশ ছাড়েন ৷ এর পরেই তালিবান জঙ্গিরা আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনের দখল নেয় ৷ আফগান সংসদেও ঢুকে পড়ে তালিবানি জঙ্গিরা ৷ আর এর কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বের সব দেশ তাদের দূতাবাস থেকে রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের ফেরাতে শুরু করে ৷ এমনকি দু’দফায় ভারতও আফগানিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরেয়ে এনেছে ৷ রবিবার রাতে প্রথম দফায় 129 জন ভারতীয়কে নিয়ে দিল্লি পৌঁছায় ৷ আর আজ সকালে জামনগরে বায়ু সেনার বিমানে ভারতীয় রাষ্ট্রদূত সহ মোট 120 জন নাগরিককে দেশে ফেরানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.