Ashraf Ghani : হেলিকপ্টার ও চার গাড়ি ভর্তি টাকা নিয়ে আফগানিস্তান ছেড়েছেন গনি, দাবি রাশিয়ার

author img

By

Published : Aug 17, 2021, 9:00 AM IST

প্রেসিডেন্ট আশরফ গনি

একটি বা দুটি নয়, 4টি গাড়ি আর একটি হেলিকপ্টার ভর্তি টাকা ৷ তাতেও নাকি কুলোয়নি ৷ কিছু টাকা রানওয়েতে ফেলে রেখে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি ৷ জানিয়েছেন আফগানিস্তানে রাশিয়ার দূতাবাস ৷

কাবুল, 17 অগস্ট : দেশ ছেড়ে পালিয়েছেন খোদ আফগান প্রেসিডেন্ট আশরফ গনি (Ashraf Ghani) ৷ সঙ্গে নিয়েছেন 4টি গাড়ি আর একটা হেলিকপ্টার ভর্তি টাকা ৷ সোমবার এমন তথ্য প্রকাশ করেছে আফগানিস্তানে রাশিয়ার দূতাবাস (Russian Embassy) ৷ এদিকে বিপন্ন আফগানিস্তান ৷ রবিবারের পর পুরোপুরি বদলে গিয়েছে সারা দেশের ছবিটা ৷ শ'য়ে শ'য়ে লোক দেশ ছেড়ে পালানোর রাস্তা খুঁজছে ৷

রাশিয়ার একটি সংবাদমাধ্যম অনুযায়ী, কূটনৈতিক বিষয়ের মুখপাত্র নিকিতা ইশেনকো (Nikita Ishenko) বলেছেন, "তাঁর শাসনব্যবস্থা ভেঙে যাওয়ার পর গনি যেভাবে পালিয়েছেন তা বিস্ময়ের ৷ তিনি 4 টি গাড়ি ভর্তি করে টাকা নিয়েছিলেন । এমনকি কিছুটা হেলিকপ্টারে ভরার চেষ্টা করেন । কিন্তু তাতেও সমস্ত টাকা ভর্তি করা সম্ভব হয়নি ৷ আর সেই টাকার কিছুটা রানওয়েতে ফেলে রেখে গিয়েছেন ৷"

আফগানিস্তানে রাশিয়ার আরেক কূটনীতিক জামির কাবুলভ (Zamir Kabulov) বলেন, "এটা খুবই আশ্চর্যজনক ৷ কারণ, আমাদের বোঝানো হয়েছিল আফগান সেনা যেরকমই হোক না কেন, তারা কিছুটা সময় পর্যন্ত তালিবানদের ঠেকাতে পারবে ৷"

আরও পড়ুন : Joe Biden : সেনা সরানোর সিদ্ধান্ত সঠিক, সংকটজনক পরিস্থিতি এত তাড়াতাড়ি আসবে ভাবেননি; স্বীকার বাইডেনের

যদিও দেশ ছেড়ে পালানোর পর প্রেসিডেন্ট গনি নিজে একটি ফেসবুক পোস্টে সাফাই দেন যে, তালিবান গোষ্ঠী কাবুল দখল করেছে ৷ প্রেসিডেন্টের প্রাসাদে দুষ্কৃতীরা ঢুকে পড়েছে ৷ এই অবস্থায় "রক্তাক্ত" (bloodshed) হওয়া থেকে বাঁচতে তিনি বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৷ আফগানিস্তান ছাড়ার পর প্রথম পোস্টে তিনি অবশ্য লিখেছিলেন, এখন থেকে আফগানিস্তানের মানুষের "সম্মান, সম্পদ আর সুরক্ষা"র জন্য দায়ী থাকবে তালিবান ৷ তিনি আরও জানান, "সশস্ত্র তালিবান" অথবা "বিগত 20 বছর ধরে যে দেশ রক্ষায় আমি নিজেকে উৎসর্গ করেছি, সেই প্রিয় দেশ ছাড়া", এর মধ্যে কোনও একটি বেছে নিতে হত তাঁকে ৷ এই "বেছে নেওয়াটা কঠিন" ছিল তাঁর কাছে ৷

ইতিমধ্যে কাবুলের দখল নিয়ে তালিবান গোষ্ঠী দোহাতে ভবিষ্যৎ সরকার গড়ার আলোচনা শুরু করেছে ৷ এই দুষ্কৃতীরা নতুন সরকার গড়তে আন্তর্জাতিক সংগঠন আর আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.