রাধা-কৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে নিরামিষ ভোগ খেলেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী

author img

By

Published : Aug 10, 2020, 4:44 AM IST

Updated : Aug 10, 2020, 4:59 AM IST

PM

রাধা-কৃষ্ণের মন্দিরে গিয়ে লুচি ও ছোলার ডাল খেলেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ৷ দিলেন পুজোও ৷ যার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

অকল্যান্ড, 10 অগাস্ট : রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিলেন ও ভোগ খেলেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ৷ সম্প্রতি অকল্যান্ড শহরের একটি রাধাকৃষ্ণের মন্দিরে গিয়েছিলেন আর্ডার্ন ৷ সেখানে পুজো দেন তিনি ৷ যার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

সেই ভিডিয়োতে দেখা যায়, গাড়ি থেকে নেমে জুতো খুলে মন্দিরে প্রবেশ করেন আর্ডার্ন ৷ মন্দিরে তখন বাজছে শঙ্খ ৷ উচ্চারিত হচ্ছে সংস্কৃত মন্ত্র ৷ মন্দিরের পুরোহিত আর্ডার্নের কপালে টিপ ও গলায় উত্তরীয় পরিয়ে দেন ৷ তারপর পুরোহিতের হাত থেকে ফুল নিয়ে আর্ডার্ন হাতজোড় করেন ৷ দেন পুজো ৷

ভারতীয় রাষ্ট্রদূত মুক্তেশ পারদেশি আর্ডার্নের মন্দিরে থাকার মুহুর্তগুলিকে টুইটারে শেয়ার করেন ৷ লেখেন, “নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী এই রাধাকৃষ্ণের মন্দিরে এসে হিন্দু সংস্কৃতিকে সম্মান জানিয়েছেন । পাশাপাশি তিনি লুচি-ছোলার ডালের ভোগ খেয়ে তৃপ্ত হয়েছেন ৷''

  • Prime Minister of New Zealand @jacindaardern visited Radha Krishna Hindu Temple on Aug 6. Indian envoy @MukteshPardeshi was also present on the occasion. She had an Indian vegetarian meal of Puri, Chhole & Dal. 5% Indians in NZ presently and Hindi is 4th largest spoken language. pic.twitter.com/WTccz4LlLd

    — Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, নিউজ়িল্যান্ডে জাতীয় নির্বাচন 19 সেপ্টেম্বর ৷ তার আগে আর্ডার্নের মন্দিরে যাওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, কোরোনা মোকাবিলায় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷

Last Updated :Aug 10, 2020, 4:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.