Al Qaeda: আল কায়দা নেতা আল-জাওয়াহিরি’র মৃত্যুর খবর গুজব, জানাল মার্কিন গোয়েন্দা সংস্থা

author img

By

Published : Sep 12, 2021, 5:44 PM IST

Al Qaeda Leader Al-Zawahiris Death News was Rumoured say US Intelligence Group SITE

বেঁচে আছে আল কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরি ৷ আজ মার্কিন গোয়েন্দা সংস্থা সাইটের তরফে এ কথা জানানো হয়েছে ৷ 9/11-র হামলার বর্ষপূর্তির দিনে আল কায়দার প্রকাশিত এক ভিডিয়োতে জাওয়াহিরিকে দেখা গিয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ৷

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর : গত বছর ডিসেম্বর মাসে খবর রটেছিল, আল কায়দার নেতা আয়মান আল-জাওয়াহিরি মারা গিয়েছে ৷ কিন্তু, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের 20 বছর পূর্ণ হওয়ার দিনে সেই খবর গুজব বলে জানাল মার্কিন গোয়েন্দা সংস্থা সাইট (SITE) ৷ 9/11-র হামলার বর্ষপূর্তির দিনে আল কায়দার তরফে প্রকাশ করা এক ভিডিয়োতে তাকে দেখা গিয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ৷ এরা মূলত বিশ্বের বিভিন্ন জেহাদি সংগঠনের অনলাইন কার্যকলাপের উপর নজরদারি রাখে ৷ সেই নজরদারিতেই আল কায়দার একটি জেহাদি ভিডিয়োতে বার্তা দিতে দেখা গিয়েছে আল-জাওয়াহিরিকে ৷ যার পরেই আল কায়দার এই নেতার মৃত্যুর খবরকে গুজব বলে ঘোষণা করা হয়েছে ৷

সাইটের তরফে জানানো হয়েছে, জাওয়াহিরি একাধিক বিষয়ে ওই ভিডিয়োতে কথা বলেছেন ৷ সেই ভিডিয়ো সম্পর্কে জানিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সাইটের ডিরেক্টর রিটা কাটজ় জানিয়েছেন, আল-কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরি’র মৃত্যু একটা গুজব ছিল ৷ একটি 60 মিনিটের ভিডিয়োতে তাকে দেখা গিয়েছে ৷ সে যে মৃত নয়, তার প্রমাণ হিসেবে এবার তথ্য রয়েছে ৷ অন্তত গত ডিসেম্বরে তার মৃত্যুর গুজবের পর এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য ৷’’

আরও পড়ুন : 9/11 Anniversary : 9/11-র পর বিশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপার পাওয়ার তকমা হারানোর মুখে

ওই ভিডিয়োতে জাওয়াহিরিকে রাশিয়ান সেনার একটি ঘাঁটিতে আল কায়দার অভিযান নিয়ে বলতে শোনা গেছে ৷ যেখানে আল কায়দার জোট সঙ্গী সিরিয়ার হুরাস আল-দিন রাশিয়ান সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল ৷ ওই ভিডিয়োতে বলা হয়েছে, এ বছর 1 জানুয়ারি ওই হামলা করা হয়েছে ৷ ওই ভিডিয়োতে জাওয়াহিরির পরিচয় করানোর সময় বলা হয়, ‘‘আল্লাহ তাঁকে রক্ষা করুন’’ ৷ যে ভিডিয়োতে তালিবান সমর্থিত মিডিয়ার বেশ কিছু ফুটেজ পাওয়া গেছে ৷ যেখানে তালিবানি জঙ্গিদের দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : 9/11 Anniversary : কী অবস্থায় রয়েছেন, 9/11-এর সময়ের হোমরা-চোমরারা

রিটা কাটজ়ের করা টুইটে আরও বলা হয়েছে, আফগানিস্তানে তালিবানের এই জয় আসলে আল কায়দার জয় ৷ তিনি বলেন, ‘‘9/11-র পর থেকে বিশ্বের জেহাদি কার্যকলাপে তালিবানের গুরুত্ব কতটা এটা তার আরও একটি উদাহরণ ৷ আর কীভাবে আফগানিস্তানে তালিবানের জয়, আসলে আল কায়দার জয়ে পরিণত হয়েছে ৷’’ কাটজ়ের মতে, আল কায়দার সমর্থনকারী সংবাদমাধ্য়মগুলি 9/11-কে উল্লাসের সঙ্গে উদযাপন করছে ৷ আর সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টার, ভিডিয়ো হ্যাশট্যাগের মাধ্যমে পোস্ট করা হয়েছে ৷ যা পুরোটাই খুবই পরিকল্পনামাফিক এবং সংগঠিতভাবে প্রচার করা হচ্ছে ৷ যা অতীতেও বহুবার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : 9/11 Anniversary : ছবিতে দেখুন সেদিনের ভয়াবহতা

সর্বপরি, আল কায়দার অফিসিয়াল সংবাদ মাধ্যম ‘সাহাব’ ঘোষণা করেছে, খুব শীঘ্রই তারা নতুন কিছু প্রকাশ করতে চলেছে ৷ অনুমান করা হচ্ছে, নতুন কোনও ভিডিয়ো আল কায়দা প্রকাশ করবে ৷ আর তা আজকেই করা হতে পারে বলে ধারণা সাইটের ৷ 2021 সালের এপ্রিল মাসে শুট করা ভিডিয়োর প্রথম ধাপে জাওয়াহিরির আত্মপ্রকাশ ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.