Adani Group : শ্রীলঙ্কায় আরও বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী

author img

By

Published : Oct 26, 2021, 6:53 PM IST

adani group planning for more investment in sri lanka

শ্রীলঙ্কায় ব্যক্তিগত সফরে গিয়েছেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি ৷ সোমবার তিনি দেখা করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে ৷

কলম্বো, 26 অক্টোবর : ভারতের (India) প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় (Sri Lanka) আরও বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী (Adani Group) ৷ শ্রীলঙ্কার সরকারি সেলন ইলেকট্রিসিটি বোর্ড (Ceylon Electricity Board) এমনই ইঙ্গিত দিয়েছে মঙ্গলবার ৷ তারা জানিয়েছে, আদানি গোষ্ঠী ওই দ্বীপরাষ্ট্রে পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে ৷

এর আগে কলম্বো বন্দরে (Colombo Port) আদানি গ্রুপের সঙ্গে শ্রীলঙ্কা সরকার বিনিয়োগের চুক্তি সাক্ষরিত করে ৷ তার পর শ্রীলঙ্কায় ব্যক্তিগত সফরে যান সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি (Adani Group chairman Gautam Adani) ৷ সোমবার তিনি দেখা করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের (Sri Lankan President Gotabaya Rajapaksa) সঙ্গে ৷ তার পরই এই খবর পাওয়া গেল ৷ মনে করা হচ্ছে, লঙ্কা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সময় এই বিষয়টি নিয়ে কথা হতে পারে ৷

আরও পড়ুন : Bangladesh violence : ফেসবুকে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি, বাংলাদেশে ধৃত আরও 1, সবমিলিয়ে গ্রেফতার প্রায় 600

গৌতম আদানির সঙ্গে আরও 10 জন প্রতিনিধি রয়েছেন ৷ সোমবার তাঁরা উত্তর শ্রীলঙ্কার মান্নারে যান ৷ সেখানে পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনের একটি কেন্দ্র ঘুরেও দেখেন বলে জানিয়েছেন নলিন্দা ইলঙ্কগাকোন ৷ তিনি শ্রীলঙ্কার সেলন ইলেকট্রিসিটি বোর্ডের ভাইস চেয়ারম্যান ৷

প্রসঙ্গত, কলম্বো বন্দরের পশ্চিম টার্মিনাল তৈরির কাজ করবে আদানি গ্রুপ ৷ তারা ওই বন্দরের পূর্ব টার্মিনালের দায়িত্বও নিতে চেয়েছিল ৷ কিন্তু তা সম্ভব হয়নি স্থানীয় শ্রমিক সংগঠনগুলির আপত্তির জন্য ৷

আরও পড়ুন : Alec Baldwin : সিনেমার শ্যুটিংয়ে বড়সড় বিপত্তি, অভিনেতার প্রপ গানের গুলিতে মৃত্যু মহিলার ; জখম পরিচালক

যদিও আদানি গ্রুপের তরফে শ্রীলঙ্কায় বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ভারতের কাছে স্বস্তির খবর ৷ কারণ, ওই দেশে ক্রমশ বিনিয়োগ করার চেষ্টা করছিল চিন (China) ৷ তা চিন্তার কারণ হয়ে উঠছিল ভারত সরকারের কাছে ৷ এমনটাই মনে করছে আন্তর্জাতিক কূটনীতির তথ্যভিজ্ঞ মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.