Biden says India Shaky on Punishing Russia : রাশিয়াকে শাস্তি দিতে কিছুটা দ্বিধাগ্রস্ত ভারত : বাইডেন

author img

By

Published : Mar 22, 2022, 2:34 PM IST

War in Ukraine

কড়া নিষেধাজ্ঞা এনে রাশিয়াকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কিছুটা দ্বিধাগ্রস্ত ভারত (India somewhat shaky on punishing Russia) ৷ বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden says India shaky on punishing Russia) ৷

ওয়াশিংটন, 22 মার্চ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এ বার ভারতের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলল আমেরিকা ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Biden says India Shaky on Punishing Russia) মতে, রাশিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা দ্বিধাগ্রস্ত দিল্লি ৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একঘরে করতে আমেরিকার বন্ধু দেশগুলি কতটা জোটবদ্ধ, এই নিয়ে সোমবার বিজনেস রাউন্ডটেবলের সিইওদের ত্রৈমাসিক বৈঠকে আলোচনা হয় ৷ সেখানেই জো বাইডেন বলেন, "কোয়াডে (Quad) ব্যতিক্রম ভারত, তারা কিছুটা দ্বিধাগ্রস্ত ৷ তবে পুতিনের বিরুদ্ধে আগ্রাসনে জাপান খুবই কঠোর ৷ অস্ট্রেলিয়াও তাই ৷"

আরও পড়ুন: Zelenskyy warns of World War III : পুতিনের সঙ্গে আলোচনায় রাজি, তা ব্যর্থ হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

ইউক্রেনের (India somewhat shaky on punishing Russia) বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় নেটো ও পশ্চিমি শক্তিগুলি-সহ গোটা বিশ্ব কতটা জোটবদ্ধ, সে বিষয়ে পুতিনের কোনও আন্দাজ নেই বলে মত বাইডেনের ৷ চলতি মাসের শুরুতে কোয়াডের ভার্চুয়াল সম্মেলনে অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকার প্রধানরা ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেন ৷ তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনা ও কূটনীতির পথে ফেরার পরামর্শ দেন ৷

কোয়াডের একমাত্র সদস্য দেশ হিসেবে ভারতই রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করেনি ৷ ভারত ছাড়া কোয়াডের অন্যান্য সদস্যদেশগুলি রাশিয়ার উপর কড়া বিধিনিষেধও আরোপ করেছে ৷

আরও পড়ুন: Russia using hypersonic missile: ইউক্রেনে পরপর হাইপারসনিক মিসাইল হামলা রাশিয়ার

ইউক্রেনের সংকটের সময়ে রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে যে ভোটাভুটি হয়, তা থেকেও বিরত থাকে ভারত ৷ অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনায় ফেরার পক্ষে সওয়াল করে দিল্লি (India 'somewhat shaky' on punishing Russia for invasion of Ukraine) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.