Indian Judge Votes Against Russia : যুদ্ধ বন্ধের নির্দেশ বিশ্ব আদালতের, রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতীয় বিচারপতির

author img

By

Published : Mar 17, 2022, 9:40 AM IST

Updated : Mar 17, 2022, 10:31 AM IST

ICJ orders Russia to suspend invasion of Ukraine, indian judge dalveer bhandari votes against Moscow

রাশিয়া অবিলম্বে ইউক্রেনের উপর সামরিক অভিযান থামানোর নির্দেশ দিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ orders Russia to suspend invasion of Ukraine)৷ ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারি আইসিজে-তে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন ৷

দ্য হেগ, 17 মার্চ : ইউক্রেনের উপর হামলা থামান (ICJ orders Russia to suspend invasion of Ukraine) ৷ বুধবার রাশিয়াকে এই নির্দেশ দিয়েছে রাষ্ট্রসংঘের শীর্ষ আদালত ৷ মস্কো যেভাবে ইউক্রেনে বাহিনীকে নিয়ে অভিযান চালাচ্ছে তাতে গভীর ভাবে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আদালত ৷ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (International Court of Justice) বা আইসিজে-র ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারিও (Indian judge votes against Russia) রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন ৷ আদালতের রায়ের পক্ষে মত দিয়েছেন 13 জন বিচারপতি ৷ বিরুদ্ধে গিয়েছে মাত্র দুটি ভোট ৷ রাশিয়ার ভাইস প্রেসিডেন্ট কিরিল জেভরগিয়ান ও চিনের বিচারপতি শে হানকিন ৷

কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থনে বিচারপতি ভান্ডারিকে আইসিজে-র বিচারক হিসেবে মনোনীত করা হয়েছিল ৷ রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যে অবস্থান নিয়েছিল, তার থেকে সরে গিয়ে আইসিজে-তে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানের সিদ্ধান্ত নেন বিচারপতি ভান্ডারি (Dalveer Bhandari, voted against Russia)৷ রাষ্ট্রসংঘে ইউক্রেন-রাশিয়া ইস্যুতে যুদ্ধ থেকে সরে এসে দুপক্ষকে সমঝোতা করার ডাক না দিয়ে, এ বিষয়ে ভোটদানে বিরত থেকেছিল দিল্লি ৷

আরও পড়ুন: US Senate unanimously condemns Putin: পুতিনকে যুদ্ধ অপরাধীর তকমা, নিন্দাপ্রস্তাব গৃহীত মার্কিন সেনেটে

24 ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযানের (Russia Ukraine war) বিষয়টিকে রাষ্ট্রসংঘের শীর্ষ আদালতে টেনে নিয়ে যায় কিভ ৷ তারা অভিযোগ করে যে, বেআইনিভাবে এই যুদ্ধকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে মস্কো ৷ ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যার মিথ্যে অভিযোগ আনা হচ্ছে ৷ ভ্লাদিমির পুতিনের দেশ যাতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে, সেই নির্দেশ দেওয়ার জন্য আইসিজে-র কাছে অনুরোধ জানায় ইউক্রেন ৷ তাদের প্রতিনিধি অ্যান্টন কোরিনেভিচ বলেছেন, "রাশিয়াকে অবশ্যই থামানো উচিত ৷ এবং তাদের থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আন্তর্জাতিক আদালত ৷"

ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে ৷ কিভের আবাসনগুলিতেও ধেয়ে আসছে রাশিয়ার বাহিনীর বোমা ৷ এই অবস্থায় বুধবার রাশিয়া-ইউক্রেন নিয়ে শুনানি হয় আইসিজে-তে ৷ দ্য হেগ-এ বিচারকদের নেতৃত্বে থাকা বিচারপতি জোয়ান ডনোগুই বলেছেন, "রাশিয়ার ফেডারেশন যে ভাবে তাদের বাহিনীকে ব্যবহার করছে, তাতে আদালত গভীর ভাবে উদ্বিগ্ন ৷ যা আন্তর্জাতিক আইনে গুরুতর সমস্যার সৃষ্টি করেছে ৷ 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ান ফেডারেশন যে সামরিক অভিযান শুরু করেছে, তা অবিলম্বে বন্ধ করা উচিত ৷"

আরও পড়ুন: Russia-Ukraine Conflict : মারিউপোলের হাসপাতাল রুশ সেনার দখলে, পণবন্দি 500

এর আগে, আন্তর্জাতিক আদালতের 7 ও 8 মার্চের শুনানিকেও পাত্তা দেয়নি রাশিয়া ৷ তারা লিখিতভাবে সওয়াল করে দাবি করেছিল যে, এই নিয়ে নির্দেশ দেওয়ার এক্তিয়ার আইসিজে-র নেই ৷ নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিয়ে মস্কো দাবি করে, তারা শুধু আত্মরক্ষার্থে যা করার করছে ৷ তবে আইসিজে জানিয়ে দিয়েছে, এই মামলার বিচার করার এক্তিয়ার তার আছে ৷

Last Updated :Mar 17, 2022, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.