Facebook : নাম বদলাচ্ছে ফেসবুক ! নয়া চমক দিতে তৈরি জুকেরবার্গের সংস্থা

author img

By

Published : Oct 20, 2021, 12:37 PM IST

Facebook

ফেসবুকই প্রথম সুপরিচিত কোম্পানি নয় যে চাহিদা বৃদ্ধির পর নাম পরিবর্তন করতে চলেছে । 2015 সালে গুগলও একই পদক্ষেপ নিয়েছিল । বর্তমানে গুগল সম্পূর্ণরূপে 'অ্যালফাবেট' নামক একটি হোল্ডিং কোম্পানির অধীনে পুনর্গঠিত হয়েছে ৷

ক্যালিফোর্নিয়া, 20 অক্টোবর : বদলে যাচ্ছে আপনার প্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের নাম ৷ বিপুল জনপ্রিয় ফেসবুকের নামটাই নাকি বদলে যাচ্ছে ৷ শুধু তাই নয়, একইসঙ্গে লুক বদলে নতুনভাবে মার্কেটে আসার পরিকল্পনা করছে মার্ক জুকেরবার্গের সংস্থা ৷ সূত্রের খবর এমনটাই ৷ শোনা যাচ্ছে, মূলত মেটাভার্স নির্মাণের অংশ হিসেবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে সংস্থার তরফে ৷ কয়েকদিন আগেই সংস্থার তরফে জানানো হয়েছিল, মেটাভার্স নির্মাণের জন্য পাঁচ কোটি ডলার বিনিয়োগ করবে তারা ৷ আগামী 28 তারিখ এই ঘোষণা করা হতে পারে সংস্থার তরফে ৷

আরও পড়ুন : Aryan Khan: মুক্তি মিলবে আরিয়ানের ? আজ মুম্বইয়ের আদালতে জামিনের আবেদনের রায়

মেটাভার্স হল একটি মাল্টিভার্স যা বাস্তব জগতের সঙ্গে আরও বেশি করে কাজ করে ৷ যা অগমেন্টেড রিয়েলিটি ওভারলে, রিয়েল স্টোরের ভিআর ড্রেসিংরুম, এমনকি গুগল ম্যাপের মতো অ্যাপসকেও অন্তর্ভুক্ত করেছে । এই মাল্টিভার্সে বিনিয়োগকারী বা ব্যবহারকারীরা মূলত নিজেদের অ্যাভাটার তৈরি ও নিয়ন্ত্রণ করে ৷ বিষয়গুলি নিয়ে ফেসবুক ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে ৷ সম্প্রতি কোম্পানির বিভিন্ন নীতি এবং ইন্টারনেট সমস্যা নিয়ে তোপের মুখে পড়েছে তাঁরা ৷ সেই সমস্যা মেটাতেও বদ্ধপরিকর ফেসবুক কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Bill Gates: বিলাসী বিয়ে জেনিফারের, মেয়ে-জামাইয়ের ছবি পোস্ট করলেন বিল গেটস

2004 সালের ফেব্রুয়ারিতে মার্ক জুকেরবার্গ এবং তাঁর আরও তিন বন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু হয় ফেসবুকের ৷ প্রথমে স্বতন্ত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাসের মতো একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালায় তারা ৷ জানা গিয়েছে, মূল কোম্পানির নাম বদলালেও তার অধীনে একটি অ্যাপের নাম থাকবে 'ফেসবুক' ৷ যদিও ফেসবুকই প্রথম সুপরিচিত কোম্পানি নয় যে চাহিদা বৃদ্ধির পরে নাম পরিবর্তন করতে চলেছে । 2015 সালে গুগলও একই পদক্ষেপ নিয়েছিল । বর্তমানে গুগল সম্পূর্ণরূপে 'অ্যালফাবেট' নামক একটি হোল্ডিং কোম্পানির অধীনে পুনর্গঠিত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.