Donald Trump : এবার বক্সিংয়ে ধারাভাষ্যকারের ভূমিকায় ট্রাম্প

author img

By

Published : Sep 9, 2021, 6:29 PM IST

donald trump to serve as boxing commentator

আগামী শনিবার ওই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই ম্যাচে খেলবেন এভেন্ডার হোলিফিল্ড ৷ সেখানে ট্রাম্পের সঙ্গে থাকবেন তাঁর ছেলেও ৷

অ্যানেহাইম, 9 সেপ্টেম্বর : এবার বক্সিংয়ে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৷ আগামী শনিবার ওই বক্সিং ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই ম্যাচে খেলবেন এভেন্ডার হোলিফিল্ড ৷ সেখানে ট্রাম্পের সঙ্গে থাকবেন তাঁর ছেলেও ৷ তাঁর ধারাভাষ্য শোনা যাবে এফআইটিই.টিভি-তে ৷ তবে সেখানে খেলা দেখতে হলে 49.99 মার্কিন ডলার খরচ করতে হবে ৷ মোবাইল ও স্মার্ট টিভিতে দেখা যাবে এই খেলা ৷

আরও পড়ুন : Blinken to Taliban : আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে হবে, তালিবানকে কড়া বার্তা মার্কিন বিদেশ সচিবের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, তিনি ভাল খেলা ও ভাল খেলোয়াড়দের পছন্দ করেন ৷ তাই তিনি শনিবারের রাতের অপেক্ষায় রয়েছেন, যখন নিজের মতামত দেবেন খেলা সম্বন্ধে ৷

বক্সিংয়ের সঙ্গে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের ৷ তিনি বহু বক্সিং ম্যাচ আয়োজন করেছেন ৷ প্রচারের দায়িত্বেও থেকেছেন বহু ম্যাচের ৷ নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে তাঁর যে ক্যাসিনো রয়েছে, সেখানেই বেশিরভাগ ম্যাচ আয়োজন করা হয় ৷ সেখানেই নতুন সংযোজন হচ্ছে এই ম্যাচ ৷

আরও পড়ুন : Afghanistan : তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো নয় : হোয়াইট হাউস

প্রসঙ্গত, শনিবার 11 সেপ্টেম্বর ৷ 20 বছর আগে 2001 সালে এই দিনেই ঘটেছিল জঙ্গি হামলা ৷ আত্মঘাতী বিমান হানায় গুঁড়িয়ে গিয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ৷ সেই দিনই আবার খবরে আসছেন ডোনাল্ড ট্রাম্প ৷ চলতি বছরের জানুয়ারিতে তিনি দায়িত্ব ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ৷ তার পর থেকে তাঁকে আর সেভাবে প্রচারের আলোয় দেখা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.